Ishan Kishan: ড্রেসিংরুমে সূর্যর সঙ্গে কয়েক মিনিটের কথা কীভাবে বদলে দিয়েছে ঈশানের জীবন?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 24, 2023 | 6:36 PM

Ind vs Aus T20 Series: ড্রেসিংরুমে সূর্য আগেই তাঁকে জানান, তনভীর সাঙ্গাকে ফেস করতে হবে তাঁকে। তাই সেভাবেই মাঠে নেমেছিলেন। বাঁ-হাতি ব্যটার হওয়ার দরুণ লেগ স্পিনারের মোকাবিলা সহজ। সূর্যর পরামর্শে সেই মাস্টারস্ট্রোকেই কাজে লাগিয়ে ছিলেন ঈশান। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রায় বেঞ্চে বসেই কাটাতে হয়েছে ঈশানকে। গিলের পরিবর্তে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছেন। চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথমদিনেই নজর কেড়েছেন গিলের বন্ধু ঈশান।

1 / 8
সদ্য বিশ্বকাপ শেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে বিশাখাপত্তনম পৌঁছেছে ভারতীয় দল। অজিদের বিরুদ্ধে মোট পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা।  (ছবি:X)

সদ্য বিশ্বকাপ শেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে বিশাখাপত্তনম পৌঁছেছে ভারতীয় দল। অজিদের বিরুদ্ধে মোট পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। (ছবি:X)

2 / 8
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি দলের দায়িত্বে রয়েছে সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক ঋতুরাজ গায়কোায়াড়। (ছবি:X)

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি দলের দায়িত্বে রয়েছে সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক ঋতুরাজ গায়কোায়াড়। (ছবি:X)

3 / 8
আর শেষ দুই ম্যাচে ভারতের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। প্রথম ম্যাচে এক বল বাকি থাকতে  অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়েছে ভারত।  (ছবি:X)

আর শেষ দুই ম্যাচে ভারতের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। প্রথম ম্যাচে এক বল বাকি থাকতে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়েছে ভারত। (ছবি:X)

4 / 8
ভারতের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঈশান কিষাণ। ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন শ্রেয়স। তিন নম্বরে নেমে অধিনায়ক সূর্যর সঙ্গে জুটি বাঁধেন।  (ছবি:X)

ভারতের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঈশান কিষাণ। ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন শ্রেয়স। তিন নম্বরে নেমে অধিনায়ক সূর্যর সঙ্গে জুটি বাঁধেন। (ছবি:X)

5 / 8
আর এই ইনিংসের পর অধিনায়ক সূর্যকুমারকে ধন্যবাদ জানাতে ভোলেননি ঈশান। সূর্যর জন্যই এই ইনিংস খেলতে পেরেছে সে। স্কাইই তাঁর মনের জোর বাড়িয়েছেন জানান তিনি।  (ছবি:X)

আর এই ইনিংসের পর অধিনায়ক সূর্যকুমারকে ধন্যবাদ জানাতে ভোলেননি ঈশান। সূর্যর জন্যই এই ইনিংস খেলতে পেরেছে সে। স্কাইই তাঁর মনের জোর বাড়িয়েছেন জানান তিনি। (ছবি:X)

6 / 8
ড্রেসিংরুমে সূর্য আগেই তাঁকে জানান, তনভীর সাঙ্গাকে ফেস করতে হবে তাঁকে। তাই সেভাবেই মাঠে নেমেছিলেন।  (ছবি:X)

ড্রেসিংরুমে সূর্য আগেই তাঁকে জানান, তনভীর সাঙ্গাকে ফেস করতে হবে তাঁকে। তাই সেভাবেই মাঠে নেমেছিলেন। (ছবি:X)

7 / 8
বাঁ-হাতি ব্যটার হওয়ার দরুণ লেগ স্পিনারের মোকাবিলা সহজ। সূর্যর পরামর্শে সেই মাস্টারস্ট্রোকেই কাজে লাগিয়ে ছিলেন ঈশান। (ছবি:X)

বাঁ-হাতি ব্যটার হওয়ার দরুণ লেগ স্পিনারের মোকাবিলা সহজ। সূর্যর পরামর্শে সেই মাস্টারস্ট্রোকেই কাজে লাগিয়ে ছিলেন ঈশান। (ছবি:X)

8 / 8
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রায় বেঞ্চে বসেই কাটাতে হয়েছে ঈশানকে। গিলের পরিবর্তে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছেন। চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথমদিনেই নজর কেড়েছেন গিলের বন্ধু ঈশান। (ছবি:X)

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রায় বেঞ্চে বসেই কাটাতে হয়েছে ঈশানকে। গিলের পরিবর্তে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছেন। চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথমদিনেই নজর কেড়েছেন গিলের বন্ধু ঈশান। (ছবি:X)

Next Photo Gallery