Ishan Kishan: ড্রেসিংরুমে সূর্যর সঙ্গে কয়েক মিনিটের কথা কীভাবে বদলে দিয়েছে ঈশানের জীবন?
Ind vs Aus T20 Series: ড্রেসিংরুমে সূর্য আগেই তাঁকে জানান, তনভীর সাঙ্গাকে ফেস করতে হবে তাঁকে। তাই সেভাবেই মাঠে নেমেছিলেন। বাঁ-হাতি ব্যটার হওয়ার দরুণ লেগ স্পিনারের মোকাবিলা সহজ। সূর্যর পরামর্শে সেই মাস্টারস্ট্রোকেই কাজে লাগিয়ে ছিলেন ঈশান। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রায় বেঞ্চে বসেই কাটাতে হয়েছে ঈশানকে। গিলের পরিবর্তে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছেন। চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথমদিনেই নজর কেড়েছেন গিলের বন্ধু ঈশান।