Virat Kohli: বিরাটে মুগ্ধ ইতালির মহিলা ফুটবলার, বললেন…

Agata Isabella Centasso: বিরাট কোহলির খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে। এবার সুদূর ইতালিতেও পাওয়া গেল কোহলির এক বিরাট ভক্তকে। তিনি আবার ইতালির মহিলা ফুটবল দলের প্লেয়ার। আগাতা ইসাবেলা সেন্তাসো। সোশ্যাল মিডিয়া X এ তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর প্রিয় ভারতীয় ক্রিকেটার কে? ইতালির সুন্দরী মহিলা ফুটবসার আগাতা উত্তরে বিরাট কোহলির (Virat Kohli) একটি ছবি পোস্ট করেই সব বুঝিয়ে দেন।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 03, 2023 | 12:02 AM

1 / 8
বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। ব্যাট-বল হাতে ধরতে শেখা বাচ্চা থেকে শুরু করে সিনিয়র সিটিজেনরাও বিরাট কোহলির ভক্ত। এ বার সুদূর ইতালিতেও পাওয়া গিয়েছে এক বিরাট ভক্তকে।

বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। ব্যাট-বল হাতে ধরতে শেখা বাচ্চা থেকে শুরু করে সিনিয়র সিটিজেনরাও বিরাট কোহলির ভক্ত। এ বার সুদূর ইতালিতেও পাওয়া গিয়েছে এক বিরাট ভক্তকে।

2 / 8
ইতালির এই বিরাট ভক্ত আর কেউ নন, অন্যতম সুন্দরী মহিলা ফুটবলার আগাতা ইসাবেলা সেন্তাসো (Agata Isabella Centasso)। সম্প্রতি তাঁকে সোশ্যাল মিডিয়া সাইট X এ একজন প্রশ্ন করেছিলেন, তাঁর প্রিয় ভারতীয় ক্রিকেটার কে?

ইতালির এই বিরাট ভক্ত আর কেউ নন, অন্যতম সুন্দরী মহিলা ফুটবলার আগাতা ইসাবেলা সেন্তাসো (Agata Isabella Centasso)। সম্প্রতি তাঁকে সোশ্যাল মিডিয়া সাইট X এ একজন প্রশ্ন করেছিলেন, তাঁর প্রিয় ভারতীয় ক্রিকেটার কে?

3 / 8
ইতালির আগাতা ইসাবেলা সেন্তাসো সেই প্রশ্নের উত্তরে জানান, বিরাট কোহলি। অবশ্য তাঁর উত্তর দেওয়ার স্টাইল দেখার মতো। কারণ, তিনি বিরাটকে সর্বকালের সেরা বোঝাতে চেয়েছিলেন। তাই বিরাটের একটি ছবি পোস্ট করেন ওই প্রশ্নের উত্তরে।

ইতালির আগাতা ইসাবেলা সেন্তাসো সেই প্রশ্নের উত্তরে জানান, বিরাট কোহলি। অবশ্য তাঁর উত্তর দেওয়ার স্টাইল দেখার মতো। কারণ, তিনি বিরাটকে সর্বকালের সেরা বোঝাতে চেয়েছিলেন। তাই বিরাটের একটি ছবি পোস্ট করেন ওই প্রশ্নের উত্তরে।

4 / 8
৩৩ বছর বয়সী পেশাদার ফুটবলার আগাতা ইসাবেলা সেন্তাসো ভেনেজিয়া ক্যালসিও এবং ইতালি জাতীয় দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন। শুধু ফুটবলেই তিনি আটকে নেই। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ফিটনেস মডেলও।

৩৩ বছর বয়সী পেশাদার ফুটবলার আগাতা ইসাবেলা সেন্তাসো ভেনেজিয়া ক্যালসিও এবং ইতালি জাতীয় দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন। শুধু ফুটবলেই তিনি আটকে নেই। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ফিটনেস মডেলও।

5 / 8
আগাতা ইসাবেলা সেন্তাসোর ভারতের প্রতি আগ্রহ রয়েছে। বিরাট কোহলিকে তো বটেই, টিম ইন্ডিয়াকে তিনি সমর্থন করেন।

আগাতা ইসাবেলা সেন্তাসোর ভারতের প্রতি আগ্রহ রয়েছে। বিরাট কোহলিকে তো বটেই, টিম ইন্ডিয়াকে তিনি সমর্থন করেন।

6 / 8
ভারতের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারও তিনি। ইসাবেলা ভারতের ম্যাচ থাকলেই, তাতে নজর রেখেছিলেন।

ভারতের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারও তিনি। ইসাবেলা ভারতের ম্যাচ থাকলেই, তাতে নজর রেখেছিলেন।

7 / 8
টিম ইন্ডিয়ার জার্সি পরে বিশ্বকাপের সময় ভারতীয় দলকে সমর্থনও করেছেন ইতালির মহিলা ফুটবলার আগাতা ইসাবেলা সেন্তাসো। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

টিম ইন্ডিয়ার জার্সি পরে বিশ্বকাপের সময় ভারতীয় দলকে সমর্থনও করেছেন ইতালির মহিলা ফুটবলার আগাতা ইসাবেলা সেন্তাসো। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

8 / 8
মাঠে ছাড়াও নেটদুনিয়ায় আগাতা ইসাবেলা সেন্তাসো বেশ জনপ্রিয়। ইতালিতে ক্রিকেটের চল নেই। ফুটবল পাগল দেশের আগাতা ইসাবেলা সেন্তাসো নিজে ফুটবলার কিন্তু তাও ক্রিকেট প্রেমী। বিশেষ করে বলা যায় তিনি বিরাট প্রেমী।

মাঠে ছাড়াও নেটদুনিয়ায় আগাতা ইসাবেলা সেন্তাসো বেশ জনপ্রিয়। ইতালিতে ক্রিকেটের চল নেই। ফুটবল পাগল দেশের আগাতা ইসাবেলা সেন্তাসো নিজে ফুটবলার কিন্তু তাও ক্রিকেট প্রেমী। বিশেষ করে বলা যায় তিনি বিরাট প্রেমী।