Jude Bellingham: মাঠে ফুল ফোটাচ্ছেন জুড বেলিংহ্যাম, মনে ঝড় তুলছেন বয়সে বড় ডাচ মডেল
Euro Cup 2024: জুড বেলিংহ্যাম... নাম তো শুনা হোগা! এমনটাই বলতে হচ্ছে ইংল্যান্ড এ বারের ইউরো সফর শুরু করার পর। বছর কুড়ির তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম ইউরো কাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচেই মাঠ কাঁপিয়েছেন। জানেন কি তাঁর মনে ঝড় তোলেন কোন সুন্দরী?
1 / 8
ফুটবল মহলে জুড বেলিংহ্যামকে (Jude Bellingham) নিয়ে চর্চা চলছে। ইংল্যান্ডের তরুণ তুর্কি মাঠে নামলেই ফুল ফোটাচ্ছেন। বর্তমানে তাঁকে ইউরো কাপে অ্যাকশনে দেখা যাচ্ছে। (ছবি-জুড বেলিংহ্যাম ইন্সটাগ্রাম)
2 / 8
হ্যারি কেনের ইংল্যান্ড ইউরো কাপ সফর শুরু করেছে। সেই সার্বিয়ার বিরুদ্ধে জুড বেলিংহ্যামের একমাত্র গোলেই ইংল্যান্ড জিতেছে। (ছবি-জুড বেলিংহ্যাম ইন্সটাগ্রাম)
3 / 8
রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে গত মরশুমে দারুণ সাফল্য পেয়েছেন জুড বেলিংহ্যাম। এ বার ইংল্যান্ডের জার্সিতেও সেই ছন্দ ধরে রাখতে ও সাফল্য পেতে মরিয়া জুড বেলিংহ্যাম। (ছবি-জুড বেলিংহ্যাম ইন্সটাগ্রাম)
4 / 8
মাঠে তো জুড বেলিংহ্যাম ঝড় তোলেন, তাঁর মনে ঝড় তোলেন কে? জানা আছে? চলুন তা হলে জানাই সেই সুন্দরীর পরিচয়। (ছবি-লরা সিলিয়া ইন্সটাগ্রাম)
5 / 8
এই সুন্দরীর নাম লরা সিলিয়া। তিনি পেশায় ডাচ মডেল। আর এই লরা হলেন ইংল্যান্ডের তরুণ ফুটবলার জুড বেলিংহ্যামের বান্ধবী। (ছবি-লরা সিলিয়া ইন্সটাগ্রাম)
6 / 8
জুড বেলিংহ্যাম এবং তাঁর গার্লফ্রেন্ড লরা সিলিয়ার বয়সের ফারাক ৫। ইংল্যান্ডের তারকা জুডের বয়স ২০ বছর। আর লরার বয়স ২৫ বছর। (ছবি-লরা সিলিয়া ইন্সটাগ্রাম)
7 / 8
সোশ্যাল মিডিয়ায় জুড বেলিংহ্যামের গার্লফ্রেন্ড লরা সিলিয়া বেশ সক্রিয়। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই মেলে নতুন নতুন পোস্ট। (ছবি-লরা সিলিয়া ইন্সটাগ্রাম)
8 / 8
ইন্সটাগ্রামে জুড ও লরা একে অপরকে ফলো করেন। বিভিন্ন ইংলিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এ বছর এপ্রিল থেকে তাঁদের রোমান্সের খবর পাওয়া গিয়েছে। (ছবি-লরা সিলিয়া ইন্সটাগ্রাম)