GT vs KKR, IPL 2023: চ্যাম্পিয়ন গুজরাটের মুখে নামছে নাইটরা, রবি-বিকেলে নজরে থাকবেন যাঁরা…

IPL 2023: ১৬তম আইপিএলে আজ রবিবার রয়েছে ডাবল হেডার। রবি-বিকেলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সের লড়াই। এই দ্বৈরথে নজরে থাকবেন কারা? দেখে নিন ছবিতে...

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 09, 2023 | 9:41 AM

1 / 8
শুভমন গিল - ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শুভমন গিল। কেকেআরের বিরুদ্ধে গুজরাট শিবিরের গিল আজ বিশেষ নজরে থাকবেন। গিল ভালো ছন্দেও রয়েছেন।

শুভমন গিল - ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শুভমন গিল। কেকেআরের বিরুদ্ধে গুজরাট শিবিরের গিল আজ বিশেষ নজরে থাকবেন। গিল ভালো ছন্দেও রয়েছেন।

2 / 8
সাই সুদর্শন - নীতীশ রানার কেকেআরের বিরুদ্ধে গুজরাটের তরুণ ব্যাটার সাই সুদর্শনের দিকে নজর রাখতে হবে। গুজরাটে ম্যাচ উইনারের অভাব নেই। সেখানেই এ বার সাই তাঁর সুদর্শন শট দিয়ে নজর কাড়ছেন।

সাই সুদর্শন - নীতীশ রানার কেকেআরের বিরুদ্ধে গুজরাটের তরুণ ব্যাটার সাই সুদর্শনের দিকে নজর রাখতে হবে। গুজরাটে ম্যাচ উইনারের অভাব নেই। সেখানেই এ বার সাই তাঁর সুদর্শন শট দিয়ে নজর কাড়ছেন।

3 / 8
ডেভিড মিলার - কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে প্রোটিয়া তারকা ডেভিড মিলার হয়ে উঠতে পারেন কিলার মিলার।

ডেভিড মিলার - কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে প্রোটিয়া তারকা ডেভিড মিলার হয়ে উঠতে পারেন কিলার মিলার।

4 / 8
রশিদ খান - আফগান তারকা সত্যিকার অর্থেই গুজরাটের অন্যতম সেরা অস্ত্র। ব্যাটে-বলে রশিদ যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। রানা-ভেঙ্কদেশদের যদি রশিদ চাপে ফেলেন অবাক হওয়ার থাকবে না।

রশিদ খান - আফগান তারকা সত্যিকার অর্থেই গুজরাটের অন্যতম সেরা অস্ত্র। ব্যাটে-বলে রশিদ যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। রানা-ভেঙ্কদেশদের যদি রশিদ চাপে ফেলেন অবাক হওয়ার থাকবে না।

5 / 8
শার্দূল ঠাকুর - ইডেন গার্ডেন্সে শার্দূল ঠাকুর নাইটদের জন্য লর্ড হয়ে উঠেছিলেন। ছন্দে থাকা শার্দূল আজ হার্দিকদের গুজরাটের বিরুদ্ধে নাইটদের তুরুপের তাস হতে পারেন।

শার্দূল ঠাকুর - ইডেন গার্ডেন্সে শার্দূল ঠাকুর নাইটদের জন্য লর্ড হয়ে উঠেছিলেন। ছন্দে থাকা শার্দূল আজ হার্দিকদের গুজরাটের বিরুদ্ধে নাইটদের তুরুপের তাস হতে পারেন।

6 / 8
 রিঙ্কু সিং - দিন দিন নাইটদের অন্যতম ভরসা হয়ে উঠছেন রিঙ্কু সিং। ব্যাটার রিঙ্কু সিং যত উজ্জ্বল হচ্ছেন, ফিল্ডার রিঙ্কু সিংয়ের ধারও বাড়ছে। হার্দিকদের বিরুদ্ধে এই নাইটযোদ্ধার দিকেও চোখ রাখতে হবে।

রিঙ্কু সিং - দিন দিন নাইটদের অন্যতম ভরসা হয়ে উঠছেন রিঙ্কু সিং। ব্যাটার রিঙ্কু সিং যত উজ্জ্বল হচ্ছেন, ফিল্ডার রিঙ্কু সিংয়ের ধারও বাড়ছে। হার্দিকদের বিরুদ্ধে এই নাইটযোদ্ধার দিকেও চোখ রাখতে হবে।

7 / 8
জেসন রয় - আমেদাবাদে কেকেআর দলে যোগ দিয়েছেন জেসন রয়। তাঁকে সই করানোর দিনই নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছিলেন, আদর্শ ইমপ্য়াক্ট প্লেয়ার হতে পারেন রয়। নাইটরা পরে ব্য়াটিং করলে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে রয়কে নামাতে হলে প্রথম একাদশে তিন বিদেশি রাখতে হবে। আর প্রথমে ব্য়াট করলে কোনও এক বিদেশিকে বাদ দিতেই হবে। তবে সুযোগ পাবেন রয়। আজ হার্দিকের দলের বিরুদ্ধে রয় খেলার সুযোগ পান কিনা সেদিকেই নজর থাকবে।

জেসন রয় - আমেদাবাদে কেকেআর দলে যোগ দিয়েছেন জেসন রয়। তাঁকে সই করানোর দিনই নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছিলেন, আদর্শ ইমপ্য়াক্ট প্লেয়ার হতে পারেন রয়। নাইটরা পরে ব্য়াটিং করলে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে রয়কে নামাতে হলে প্রথম একাদশে তিন বিদেশি রাখতে হবে। আর প্রথমে ব্য়াট করলে কোনও এক বিদেশিকে বাদ দিতেই হবে। তবে সুযোগ পাবেন রয়। আজ হার্দিকের দলের বিরুদ্ধে রয় খেলার সুযোগ পান কিনা সেদিকেই নজর থাকবে।

8 / 8
বরুণ চক্রবর্তী - নাইটদের অন্যতম মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ১৬তম আইপিএলে ছন্দে রয়েছেন। হার্দিকদের বিরুদ্ধে তিনি যদি তাঁর সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারেন, তা হলে নাইটদের জয়ের রাস্তা তৈরি হয়ে যেতে পারে।

বরুণ চক্রবর্তী - নাইটদের অন্যতম মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ১৬তম আইপিএলে ছন্দে রয়েছেন। হার্দিকদের বিরুদ্ধে তিনি যদি তাঁর সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারেন, তা হলে নাইটদের জয়ের রাস্তা তৈরি হয়ে যেতে পারে।