দেশে তো বটেই, বিদেশেও ছেলেদের আইপিএল বিরাট জনপ্রিয়। যে কারণে ২০২৩ সালে মেয়েদের আইপিএলও চালু করে বিসিসিআই। যার নাম রাখা হয় উইমেন্স প্রিমিয়ার লিগ।
মরসুমের প্রথম সংস্করণে মোট ৫টি দল খেলেছিল। টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল মেগ ল্যানিংয়েরর দিল্লি ক্যাপিটালস ও হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
দেখতে দেখতে তেইশ সাল শেষ হতে চলল। ৯ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। আর এই নিলামের আগে গত বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের পার্সে রয়েছে ২.১ কোটি টাকা। আল প্লেয়ার নেওয়ার সুযোগ থাকবে ৫জন।
২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের রানার্স দিল্লি ক্যাপিটালস ২.২৫ কোটি টাকা নিয়ে নিলামে নামবে। দিল্লি সেই নিলাম থেকে ৩জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।
উইমেন্স প্রিমিয়ার লিগের অপর ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্সের ঝুলিতে রয়েছে ৪ কোটি টাকা। তারা নিলাম থেকে ৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।
স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১০.১৫ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। পার্সে রয়েছে ৩.৩৫ কোটি টাকা। আর নিলামে ৭জন ক্রিকেটারকে আরসিবির নেওয়ার সুযোগ থাকছে।
সবচেয়ে বেশি টাকা নিয়ে আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে নামবে গুজরাট জায়ান্টস। এবং নিলাম থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার (১০ জন) নিতে পারবে তারাই।
৯ ডিসেম্বর, শনিবার মুম্বইয়ে হবে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। এ বার দেখার সেই নিলামে কোন কোন ক্রিকেটারদের দলে টানতে পারে ৫ ফ্র্যাঞ্চাইজি।