গত ২৩ জানুয়ারি জীবনে নতুন ইনিংস শুরু করেন জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের। বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। (ছবি:টুইটার)
বিয়ের আগে দীর্ঘদিন একে অপরকে ডেট করেছেন রাহুল-আথিয়া। কীভাবে পরিচয় হল ক্রিকেট ও সিনে জগতের দুই তারকার? (ছবি:টুইটার)
এক কমন ফ্রেন্ডের দৌলতে রাহুল ও আথিয়ার পরিচয়। যা প্রেমে গড়াতে বেশি সময় লাগেনি।(ছবি:টুইটার)
মুখে স্বীকার না করলেও ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে একে অপরকে ডেট করছেন তা বুঝিয়ে দিলেন রাহুল-আথিয়া দু'জনই।(ছবি:টুইটার)
বিয়ের আগে থেকেই একসঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের মুখ হয়েছেন রাহুল ও আথিয়া। (ছবি:টুইটার)
দু'জনই প্রকৃতি প্রেমিক। রাহুল ও আথিয়া বেড়াতেও ভীষণ ভালোবাসেন। (ছবি:টুইটার)
বিয়ের আগে ভারতীয় দলের বিদেশ সফরে রাহুলের সঙ্গী হতেন আথিয়া।(ছবি:টুইটার)
সাদা কালো নয়, তাঁদের জীবনের মুহূর্তগুলো এখন রঙিন। এভাবেই একে অপরের পাশে থেকে, ভালোবেসে কাটিয়ে দিতে চান তাঁরা। (ছবি:টুইটার)