
আইপিএল-২০২৩ এর ফাইনালে সিএসকের অলরাউন্ডার শিবম দুবে যেভাবে দলকে জিততে সাহায্য করেছিলেন, তা কোনও সিনেমার দৃশ্যের রোমাঞ্চকর মুহূর্তের থেকে কম নয়। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

শুধু আইপিএল ফাইনালেই শিবমের পারফরম্যান্স রোমাঞ্চকর নয়। শিবম দুবের ব্যক্তিগত জীবনও বেশ রোমাঞ্চকর। আরও ভালো করে বললে তাঁর প্রেমকাহিনি রীতিমতো ফিল্মি। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

দীর্ঘদিনের বান্ধবী অঞ্জুমের সঙ্গে ২০২১ সালে বিয়ে হয় শিবম দুবের। বর্তমানে তাঁদের একটি ফুটফুটে পুত্রসন্তান রয়েছে। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

উত্তরপ্রদেশের আলিগড় ইউনিভার্সিটিতে ফাইন আর্টস নিয়ে স্নাতক হয়েছেন অঞ্জুম। সেখানেই শিবমের সঙ্গে অঞ্জুমের প্রেমপর্ব শুরু। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

অঞ্জুমের বরাবরের পছন্দ ছিল অভিনয় এবং মডেলিং। তিনি বলিউডেও কাজ করেছেন। মডেলিংয়ের পাশাপাশি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন অঞ্জুম। মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

অঞ্জুম খান এক মুসলিম পরিবারের কন্যা। অন্যদিকে শিবম দুবে হিন্দু। ধর্ম যা-ই হোক না কেনস তাঁদের ভালোবাসায় অন্তরায় হয়ে দাঁড়ায়নি। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

দুই পরিবারই তাঁদের সম্পর্ক মেনে নেয়। তাঁদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া এক সময় সরগরম হয়েছিল। কিন্তু তা শিবম ও অঞ্জুমের জীবনে আঁচ ফেলেনি। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)

শিবম-অঞ্জুমের বিয়ে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, তাঁরা নিজেদের সম্পর্কে বিশ্বাসী ছিলেন। তাই পরবর্তীতে চার হাত এক হতে সমস্যা হয়নি। হিন্দু এবং মুসলিম দুই রীতি মেনেই ২০২১ সালে বিয়ে করেছিলেন শিবম এবং অঞ্জুম। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)