আইপিএলের ১ হাজারতম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার টিম ডেভিড (Tim David) শেষ ওভারে ছক্কার হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন। তারপর থেকে তাঁকে নিয়ে গুগলে কম সার্চ হয়নি।
টিম ডেভিডের ওই পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে কম খোঁজ খবর হয়নি। তাঁর পরিবার নিয়েও খোঁজ নিয়েছে ক্রিকেট প্রেমীরা। আর সেই পথেই অনেকে খোঁজ পেয়েছেন টিম ডেভিডের স্ত্রীর। তিনি হলেন স্টেফানি কারশ (Stephanie Kershaw)।
স্টেফানি কারশ হলেন ফিল্ড হকি প্লেয়ার। তিনি অস্ট্রেলিয়া মহিলা হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য।
স্টেফানির জন্ম অস্ট্রেলিয়ায়। তিনি জাতীয় দলের হয়ে টোকিও অলিম্পিকে এবং বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও প্রতিনিধিত্ব করেছেন।
২০১৫ সাল থেকে স্টেফানি নিয়মিত অজি হকি দলের হয়ে খেলছেন। ধীরে ধীরে তিনি দলের নির্ভরযোগ্য প্লেয়ারে পরিণত হয়েছেন।
টিম ডেভিডের দুই দেশের নাগরিকত্ব রয়েছে। ৯০ এর দশকে আর্থিক সংকটের কারণে টিম ডেভিডের পরিবার সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় চলে যান।
টিম ডেভিডের বাবাও ক্রিকেটার ছিলেন। তিনি ১৯৯৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বে সিঙ্গাপুর দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
দীর্ঘদিন ধরে ডেট করার পর অস্ট্রেলিয়ার পারথে ২ পরিবারের নিকট আত্মীয়স্বজনের উপস্থিতিতে টিম ডেভিড ও স্টেফানি কারশ বিয়ে করেন।