Kylian Mbappe’s Girlfriend: দুই সন্তানের মা, বেলজিয়ান মডেলে এ বার মন মজেছে এমবাপের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 09, 2024 | 9:00 AM

Kylian Mbappe: প্রেম কোনও বাধা মানে না। তা আরও একবার প্রমাণ করলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। একাধিক রিপোর্ট বলছে, ২৫ বছর বয়সী ফরাসি তারকা এমবাপে বর্তমানে দুই সন্তানের মা, এক বেলজিয়ান মডেলকে মন দিয়ে বসেছেন। সেই সুন্দরী আবার বয়সে কিলিয়ান এমবাপের থেকে বড়। জানেন এমবাপের বর্তমান বান্ধবী (Girlfriend) কে?

1 / 8
একবার প্রেমে পড়লে কোনও বাধাই মানে না মন। এ বার তা প্রমাণ করলেন ২৫ বছর বয়সী ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

একবার প্রেমে পড়লে কোনও বাধাই মানে না মন। এ বার তা প্রমাণ করলেন ২৫ বছর বয়সী ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
একাধিক রিপোর্ট অনুযায়ী, পিএসজিতে খেলা কিলিয়ান এমবাপে বর্তমানে ডেট করছেন এক সুন্দরী বেলজিয়ান মডেলের সঙ্গে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

একাধিক রিপোর্ট অনুযায়ী, পিএসজিতে খেলা কিলিয়ান এমবাপে বর্তমানে ডেট করছেন এক সুন্দরী বেলজিয়ান মডেলের সঙ্গে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 8
ওই বেলজিয়ান সুন্দরী মডেল হলেন স্টেফানি রোজ বেরট্রাম (Stephanie Rose Bertram)। তিনি কিলিয়ান এমবাপের থেকে বয়সে বড়। ২৯ বছর বয়সী রোজ মাত্র ১৩ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

ওই বেলজিয়ান সুন্দরী মডেল হলেন স্টেফানি রোজ বেরট্রাম (Stephanie Rose Bertram)। তিনি কিলিয়ান এমবাপের থেকে বয়সে বড়। ২৯ বছর বয়সী রোজ মাত্র ১৩ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

4 / 8
 H&M, L’Oreal এর মতো একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে মডেলিংয়ের কাজ করেছেন বেলজিয়ান সুন্দরী স্টেফানি রোজ বেরট্রাম। GQ ম্যাগাজিনের কভার পেজেও জায়গা করে নিয়েছেন রোজ। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

H&M, L’Oreal এর মতো একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে মডেলিংয়ের কাজ করেছেন বেলজিয়ান সুন্দরী স্টেফানি রোজ বেরট্রাম। GQ ম্যাগাজিনের কভার পেজেও জায়গা করে নিয়েছেন রোজ। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

5 / 8
বেলজিয়ান সুন্দরী রোজের দুই কন্যাসন্তান রয়েছে। তিনি কিলিয়ান এমবাপের আগে নেদারল্যান্ডসের ফুটবলার ভ্যান ডার উইয়েলের সঙ্গে লস এঞ্জেলিসে একসঙ্গে থাকতেন। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

বেলজিয়ান সুন্দরী রোজের দুই কন্যাসন্তান রয়েছে। তিনি কিলিয়ান এমবাপের আগে নেদারল্যান্ডসের ফুটবলার ভ্যান ডার উইয়েলের সঙ্গে লস এঞ্জেলিসে একসঙ্গে থাকতেন। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

6 / 8
দীর্ঘ আট বছর নেদারল্যান্ডসের ফুটবলার ভ্যান ডার উইয়েলের সঙ্গে ছিলেন বেলজিয়ান মডেল স্টেফানি রোজ। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

দীর্ঘ আট বছর নেদারল্যান্ডসের ফুটবলার ভ্যান ডার উইয়েলের সঙ্গে ছিলেন বেলজিয়ান মডেল স্টেফানি রোজ। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

7 / 8
বেলজিয়ান সুপারমডেল রোজ বেরট্রামের আগে প্লেবয় ম্যাগাজিনের কভার মডেল, যিনি আবার রূপান্তরকামী  ইনেস রাউয়ের সঙ্গে এমবাপে প্রেম করতেন বলে শোনা গিয়েছিল। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

বেলজিয়ান সুপারমডেল রোজ বেরট্রামের আগে প্লেবয় ম্যাগাজিনের কভার মডেল, যিনি আবার রূপান্তরকামী ইনেস রাউয়ের সঙ্গে এমবাপে প্রেম করতেন বলে শোনা গিয়েছিল। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

8 / 8
বেলজিয়ান তারকা রোজ বেরট্রাম সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স ১.১ মিলিয়ন। তিনি GOULD’21 এই নামের এক জুয়েলারি ব্র্যান্ডের মালিকও। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

বেলজিয়ান তারকা রোজ বেরট্রাম সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স ১.১ মিলিয়ন। তিনি GOULD’21 এই নামের এক জুয়েলারি ব্র্যান্ডের মালিকও। (ছবি-স্টেফানি রোজ বেরট্রাম ইন্সটাগ্রাম)

Next Photo Gallery