
১৭ বছরের ক্রিকেট কেরিয়ার শেষে স্টুয়ার্ট ব্রডের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ মিলিয়ন ডলার। সফল ক্রিকেট কেরিয়ারেরর পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং একটি পাব চেইনের মালিক তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

ক্রিকেট এবং ব্যবসা, দুটোতেই চূড়ান্ত সফল স্টুয়ার্ট ব্রড। Tap & Run নামে তাঁর একটি পাব চেইন রয়েছে নটিংহামে। (ছবি:ইনস্টাগ্রাম)

স্টুয়ার্ট ব্রড ব্যক্তিগত জীবনে ভীষণ রোম্যান্টিক। ২০১২ সাল থেকে জনপ্রিয় মডেল এবং গায়িকা মলি কিংয়ের সঙ্গে সম্পর্ক তাঁর। ২০২৩ সালের পয়লা জানুয়ারি তাঁরা বাগদান সারেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ব্রডের অন্যতম বড় সাপোর্টার তাঁর বান্ধবী। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। দু'জনের সন্তানও রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

সময়ের আগেই জন্মানোর কারণে অ্যাজমার সমস্যার তাঁর ছোট থেকে। এই শারীরিক সমস্যা নিয়ে ১৭ বছর ধরে পেস বোলিং কেরিয়ার চালিয়ে যাওয়াটাও বিস্ময়ের। (ছবি:ইনস্টাগ্রাম)

গাড়ির প্রতি স্টুয়ার্ট ব্রডের আলাদা ভালোবাসা রয়েছে। লাক্সারি কারের মধ্যে তাঁর গ্যারাজে রয়েছে জাগুয়ার এফ টাইপ ক্যুপ, টয়োটা ল্যান্ড ক্রুজার এবং মার্সিডিজ। (ছবি:ইনস্টাগ্রাম)

প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসেনের সঙ্গে টুইটারে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন স্টুয়ার্ট ব্রড। অ্যাসেজে তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছিলেন কেপি। সমস্যার সূত্রপাত সেখানেই। ঘটনাটি দু'জনের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে। (ছবি:ইনস্টাগ্রাম)

স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড হলেন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার এবং আইসিসির ম্যাচ রেফারি। পরিবার থেকে ক্রিকেটার হয়ে ওঠার অনুপ্রেরণা পেয়েছিলেন ব্রড। (ছবি:ইনস্টাগ্রাম)