Lionel Messi: মেসির গোল দেখে বেকহ্যামের চোখে জল! গ্যালারিতে উচ্ছ্বসিত সেরেনা-লেব্রন জেমসরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 22, 2023 | 4:47 PM

Inter Miami: ইন্টার মায়ামিতে লিওনেল মেসির (Lionel Messi) অভিষেক ম্যাচ রঙিন হয়ে রইল। ডেবিউ ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে ফের এক বার সকলের মন জয় করে নিয়েছেন লিওনেল মেসি। মায়ামিতে আর্জেন্টাইন সুপারস্টার মেসির ডেবিউ ম্যাচে গোল দেখে চোখে জল চলে এসেছিল ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার, কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেসির ডেবিউ ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল চাঁদের হাট।

1 / 8
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) অভিষেক ম্যাচ রঙিন হয়ে রইল। (ছবি-এএফপি)

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) অভিষেক ম্যাচ রঙিন হয়ে রইল। (ছবি-এএফপি)

2 / 8
লিও মেসির ইন্টার মায়ামিতে অভিষেক ম্যাচ দেখতে এসেছিলেন প্রায় ২১ হাজার দর্শক। বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে ৫৪ মিনিটে মাঠে নামেন মেসি। (ছবি-পিটিআই)

লিও মেসির ইন্টার মায়ামিতে অভিষেক ম্যাচ দেখতে এসেছিলেন প্রায় ২১ হাজার দর্শক। বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে ৫৪ মিনিটে মাঠে নামেন মেসি। (ছবি-পিটিআই)

3 / 8
ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগস কাপের ম্যাচে লিওনেল মেসির অভিষেক দেখতে সপরিবারে এসেছিলেন ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার, কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham)। (ছবি-এএফপি)

ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগস কাপের ম্যাচে লিওনেল মেসির অভিষেক দেখতে সপরিবারে এসেছিলেন ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার, কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham)। (ছবি-এএফপি)

4 / 8
অতিরিক্ত সময়ে লিওনেল মেসির ফ্রিকিকে ক্রুজ আজুলের বিরুদ্ধে জেতে ইন্টার মায়ামি। মেসির সেই গোল দেখে ডেভিড বেকহ্যামের চোখে জল চলে এসেছিল। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-এএফপি)

অতিরিক্ত সময়ে লিওনেল মেসির ফ্রিকিকে ক্রুজ আজুলের বিরুদ্ধে জেতে ইন্টার মায়ামি। মেসির সেই গোল দেখে ডেভিড বেকহ্যামের চোখে জল চলে এসেছিল। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-এএফপি)

5 / 8
মেসির ডেবিউ ম্যাচে শুরু বেকসই নন, গ্যালারিতে হাজির ছিলেন টেনিস রানি সেরেনা উইলিয়ামস (Serena Williams)। (ছবি-এএফপি)

মেসির ডেবিউ ম্যাচে শুরু বেকসই নন, গ্যালারিতে হাজির ছিলেন টেনিস রানি সেরেনা উইলিয়ামস (Serena Williams)। (ছবি-এএফপি)

6 / 8
জনপ্রিয় বাস্কেটবল তারকা লেব্রন জেমসকেও (Lebron James) দেখা গিয়েছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসির ডেবিউ ম্যাচ উপভোগ করতে। (ছবি-এএফপি)

জনপ্রিয় বাস্কেটবল তারকা লেব্রন জেমসকেও (Lebron James) দেখা গিয়েছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসির ডেবিউ ম্যাচ উপভোগ করতে। (ছবি-এএফপি)

7 / 8
মেসি যখন ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য প্রথম বার মাঠে ঢোকেন, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় সেরেনা উইলিয়ামস, লেব্রন জেমসদের। (ছবি-এএফপি)

মেসি যখন ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য প্রথম বার মাঠে ঢোকেন, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় সেরেনা উইলিয়ামস, লেব্রন জেমসদের। (ছবি-এএফপি)

8 / 8
লিও মেসির অভিষেক ম্যাচ দেখতে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian)। (ছবি-এএফপি)

লিও মেসির অভিষেক ম্যাচ দেখতে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian)। (ছবি-এএফপি)

Next Photo Gallery