মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) অভিষেক ম্যাচ রঙিন হয়ে রইল। (ছবি-এএফপি)
লিও মেসির ইন্টার মায়ামিতে অভিষেক ম্যাচ দেখতে এসেছিলেন প্রায় ২১ হাজার দর্শক। বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে ৫৪ মিনিটে মাঠে নামেন মেসি। (ছবি-পিটিআই)
ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগস কাপের ম্যাচে লিওনেল মেসির অভিষেক দেখতে সপরিবারে এসেছিলেন ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার, কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham)। (ছবি-এএফপি)
অতিরিক্ত সময়ে লিওনেল মেসির ফ্রিকিকে ক্রুজ আজুলের বিরুদ্ধে জেতে ইন্টার মায়ামি। মেসির সেই গোল দেখে ডেভিড বেকহ্যামের চোখে জল চলে এসেছিল। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-এএফপি)
মেসির ডেবিউ ম্যাচে শুরু বেকসই নন, গ্যালারিতে হাজির ছিলেন টেনিস রানি সেরেনা উইলিয়ামস (Serena Williams)। (ছবি-এএফপি)
জনপ্রিয় বাস্কেটবল তারকা লেব্রন জেমসকেও (Lebron James) দেখা গিয়েছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসির ডেবিউ ম্যাচ উপভোগ করতে। (ছবি-এএফপি)
মেসি যখন ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য প্রথম বার মাঠে ঢোকেন, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় সেরেনা উইলিয়ামস, লেব্রন জেমসদের। (ছবি-এএফপি)
লিও মেসির অভিষেক ম্যাচ দেখতে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian)। (ছবি-এএফপি)