ফের ক্লাব ফুটবলে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির (Lionel Messi) জার্সির পিছনে জ্বলজ্বল করবে 'MESSI 10'। (ছবি-টুইটার)
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামি (Inter Miami)। (ছবি-টুইটার)
মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে লিওনেল মেসি ফিরে পেয়েছেন তাঁর ১০ নম্বর লেখা জার্সি। (ছবি-টুইটার)
দিনদুয়েক পরই মেজর সকার লিগে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হবে মেসির। (ছবি-টুইটার)
আর তার আগে মায়ামিজুড়ে লিওনেল মেসির জার্সির চাহিদা তুঙ্গে। (ছবি-টুইটার)
জার্সি প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস এরই মধ্যে বাজারে নিয়ে এসেছে মেসির নামের জার্সি। যার দাম রাখা হয়েছে ২০০ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৬ হাজার টাকার কাছাকাছি। (ছবি-টুইটার)
অ্যাডিডাস তিনটি আলাদা রঙের জার্সি (সাদা, গোলাপি ও কালো রঙের জার্সি) নিয়ে এসেছে। মেসির গায়ে ইতিমধ্যেই গোলাপি জার্সি দেখা গিয়েছে। (ছবি-টুইটার)
অ্যাডিডাসের ওয়েবসাইটে এবং ইন্টার মায়ামির স্টোরে মেসির এই জার্সি পাওয়া যাবে। MLS স্টোরেও পাওয়া যাবে এই জার্সি। এ ছাড়া Ebay-তেও পাওয়া যাবে LM10 লেখা ইন্টার মায়ামির জার্সি। (ছবি-টুইটার)