লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার উঠল লিওনেল মেসির হাতে। (ছবি:টুইটার)
একটি নয়, জোড়া পুরস্কার উঠেছে মেসির হাতে। কারণ আর্জেন্টিনা পুরস্কার জিতেছে সেরা টিম হিসেবে। (ছবি:টুইটার)
আর্জেন্টিনার হয়ে পুরস্কার গ্রহণ করেছেন জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। (ছবি:টুইটার)
এই বিশেষ দিনে বরাবরের মতোই মেসির পাশে ছিলেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। (ছবি:টুইটার)
মেসির পাশাপাশি লরিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন তারকা স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইস এবং টেনিস তারকা কার্লোস আলকারেজ। (ছবি:টুইটার)
প্রথম অ্যাথলিট হিসেবে এক বছরে দুটি লরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন মেসি। (ছবি:টুইটার)
প্রথম ফুটবলার হিসেবে প্যারিসে লরিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন মেসি। তাও আবার দু'দুবার। প্রথম বার এই পুরস্কার পেয়েছিলেন ২০২০ সালে। (ছবি:টুইটার)