২০২১ সালে মেসি ও বার্সেলোনার ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়। বার্সেলোনার হয়ে মোট ৩৪টি খেতাব জিতেছেন মেসি। এগুলির মধ্যে রয়েছে দশটি লা লিগা, সাতবার কোপা ডেল রে, চার বার চ্যাম্পিয়ন্স লিগ ও তিন বার ক্লাব ওয়ার্ল্ড কাপ। (ছবি:টুইটার)
লা লিগায় মেসির নামের পাশে সর্বাধিক ৪৭৪টি গোল রয়েছে। ৮১০টি ম্যাচ খেলে বার্সেলোনার হয়ে মেসির গোলসংখ্যা ৬৮৩টি। বর্তমানে তিনিই স্প্যানিশ ক্লাবটির সর্বাধিক গোলদাতা। (ছবি:টুইটার)
লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে মেসির নামের পাশে। বার্সার জার্সিতে মোট ৩৫টি হ্যাটট্রিকের মালিক তিনি। এই সংখ্যায় পিছনে ফেলে দিয়েছেন রোনাল্ডোকে। (ছবি:টুইটার)
লা লিগায় মোট সাতবার সর্বাধিক গোলদাতার পুরস্কার অর্থাৎ পিচিচি ট্রফি জিতেছেন লিও মেসি। (ছবি:টুইটার)
বার্সেলোনায় থাকাকালীন মোট ছয় বার ব্যালন ডি'অর জিতেছেন মেসি। ২০০৯ সালের পর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ এবং ২০১৯ সালে পুরস্কার জেতেন। (ছবি:টুইটার)
এল ক্লাসিকোয় সর্বাধিক গোলদাতা হলেন মেসি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দ্বৈরথে মোট ২৬টি গোল করেছেন তিনি। এর মধ্যে রিয়ালের মাঠে ১৫টি গোল করে এসেছেন। (ছবি:টুইটার)
২০১২ সালের নভেম্বর মাস থেকে ২০১৩-র মে পর্যন্ত লা লিগায় টানা ২১টি গোল করে রেকর্ড গড়েন মেসি। (ছবি:টুইটার)
লা লিগায় টানা ১৪টি মরসুম দশ বা তার বেশি গোল করা ফুটবলার হলেন লিওনেল মেসি। (ছবি:টুইটার)