MS Dhoni: আইপিএলের মঞ্চে ধোনিকে শূন্যতার স্বাদ দিয়েছেন যাঁরা…
IPL: বছর তিনেক হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এখন শুধু তাঁকে আইপিএলে খেলতে দেখা যায়। বছরভর মাহির ভক্তরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার অপেক্ষায় থাকেন। ওই সময় ধোনিকে অ্যাকশনে দেখা যায়। এ বারের আইপিএলের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন ধোনি। তার আগে জেনে নিন আইপিএলের মঞ্চে কোন কোন বোলার ধোনিকে শূন্যে আউট করেছেন।
1 / 8
আইপিএলের (IPL) অন্যতম সফল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার মতো ধোনিও তাঁর দল চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন বানিয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
2 / 8
আইপিএলের প্রতিটি মরসুমে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। গত ১৬টি আইপিএলে একাধিক বোলার চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে আউটও করেছেন। কিন্তু জানেন কি আইপিএলে ধোনিকে শূন্যে কোন কোন বোলার আউট করেছেন? (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
3 / 8
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬টি সংস্করণে মোট ৪ জন বোলার মহেন্দ্র সিং ধোনিকে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
4 / 8
আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনিকে প্রথম বার শূন্যে আউট করেছিলেন অজি তারকা বোলার শেন ওয়াটসন। ২০১০ সালের আইপিএলে চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে ধোনিকে শূন্যে ফিরিয়েছিলেন ওয়াটসন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
5 / 8
ধোনিকে আইপিএলে শূন্যে ফেরানোর তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান-ডাচ ক্রিকেটার ডার্ক নানেস। ২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সিএসকের এক ম্যাচে দু'বল খেলে মাঠ ছাড়তে হয়েছিল ধোনিকে। কারণ, ডার্ক নানেস তুলে নিয়েছিলেন ধোনির উইকেট। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
6 / 8
ভারতীয় তারকা স্পিনার হরভজন সিংও রয়েছেন এই তালিকায়। তিনি ২০১৫ সালে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএলের কোয়ালিফায়ার ১ ম্যাচে ধোনিকে শূন্যে ফিরিয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
7 / 8
মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলে শূন্যে আউট করা ভারতীয় বোলারদের তালিকায় আবেশ খানও রয়েছেন। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আবেশ খান তুলেছিলেন ধোনির উইকেট। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
8 / 8
২০২১ সালের পর ২০২২ ও ২০২৩ সালের আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে কোনও বোলার শূন্যে আউট করতে পারেননি। এ বার দেখার ২০২৪ সালের আইপিএলে মাহিকে কেউ শূন্যতার স্বাদ দিতে পারেন কিনা। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)