
ভারতের এমন তিন বর্তমান ও প্রাক্তন পুরুষ ও মহিলা ক্রিকেটার রয়েছেন যাঁদের জার্সির সংখ্যা একই। এই তালিকায় সবার প্রথমে যাঁদের নাম করা যায় তাঁরা হলেন - মহেন্দ্র সিং ধোনি ও হরমনপ্রীত কৌর। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর ৭। ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের জার্সি নম্বরও ৭।

এই তালিকায় ধোনি-হ্যারির পরই যাঁদের নাম করতে হয় তাঁরা হলেন বিরাট কোহলি ও স্মৃতি মান্ধানা। ভারতের সুপারস্টার বিরাটের জার্সি নম্বর ১৮ আর স্মৃতিরও জার্সি নম্বর ১৮।

ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেটারদের একই জার্সির নম্বর থাকা তৃতীয় জুটি বলা যায় মিতালি রাজ ও সুরেশ রায়নাকে। এই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের জার্সির নম্বর ৩।

টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার শুভমন গিলের জার্সি নম্বর ৭৭। তাঁর জার্সির সঙ্গে মিল রয়েছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যালিসা হিলির। তাঁরও জার্সি নম্বর ৭৭।

অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক মেগ ল্যানিংয়ের জার্সির মিল রয়েছে প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্সের সঙ্গে। এবিডির জার্সির নম্বর ১৭। আর অজি মহিলা দলের অধিনায়ক মেগ ল্যানিংয়ের জার্সিতেও রয়েছে ১৭ নম্বর।

৩২ নম্বর জার্সির কামালই আলাদা। অজি মহিলা ও পুরুষ ক্রিকেটারদের রয়েছে এই একই নম্বরের জার্সি। অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং তাহিলা ম্যাকগ্রার জাতীয় দলের জার্সিতে রয়েছে একই নম্বর, ৩২।

দক্ষিণ আফ্রিকার মহিলা তারকা ক্রিকেটার লরা উলভার্টের জার্সির সঙ্গে মিল রয়েছে অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের। তাঁদের ২ জনেরই জার্সি নম্বর ১৪।

ইংল্যান্ডের ন্যাট স্যাভিয়ার ব্রান্টের জার্সি সংখ্যা ৩৯। তাঁর মিল রয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটার ফখর জমানের সঙ্গে। কারণ, পাক তারকা ফখরের জার্সি নম্বরও ৩৯।

নিউজিল্যান্ড মহিলা ক্রিকেটার অ্যামিলিয়া কেরের জার্সি নম্বর ৪৮। তাঁর মিল রয়েছে প্রাক্তন অজি তারকা মাইকেল হাসির জার্সির সঙ্গে। কারণ, হাসিরও জার্সির সংখ্যা ৪৮।