Women’s Budding T20 Challenger Cup 2024: ফাইনালে চাঁদের হাঁট, রানি রাসমণিকে হারিয়ে চ্যাম্পিয়ন মা সারদা

NCC Budding Women's T20 Challenger Cup 2024: তিলোত্তমায় চলছে নাইটদের আইপিএলের হোম ম্যাচ। এরই মাঝে বৃহস্পতিবার হাওড়ার গুলমোহর মাঠে অনুষ্ঠিত হল এনসিসি উদীয়মান মহিলাদের টি-২০ চ্যালেঞ্জার কাপের ফাইনাল। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার স্ত্রী, প্রয়াত চন্দ্রলেখা ডালমিয়ার সম্মানে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। যা ১২ মার্চ শুরু হয়োছিল।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 26, 2024 | 12:38 PM

1 / 8
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার স্ত্রী, প্রয়াত চন্দ্রলেখা ডালমিয়ার সম্মানে এনসিসি উদীয়মান মহিলাদের টি-২০ চ্যালেঞ্জার কাপ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। এটি ১২ মার্চ শুরু হয়োছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার স্ত্রী, প্রয়াত চন্দ্রলেখা ডালমিয়ার সম্মানে এনসিসি উদীয়মান মহিলাদের টি-২০ চ্যালেঞ্জার কাপ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। এটি ১২ মার্চ শুরু হয়োছিল।

2 / 8
বাংলা থেকে মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। বৃহস্পতিবার হাওড়ার গুলমোহর মাঠে সেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল।

বাংলা থেকে মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। বৃহস্পতিবার হাওড়ার গুলমোহর মাঠে সেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল।

3 / 8
এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল মা সারদা ও রানি রাসমণি এই দুই টিম। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রানি রাসমণির ক্যাপ্টেন।

এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল মা সারদা ও রানি রাসমণি এই দুই টিম। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রানি রাসমণির ক্যাপ্টেন।

4 / 8
 ম্যাচের শুরু থেকেই মা সারদা টিমের বোলারদের দাপট দেখা যায়। মাত্র ৫৭ রান স্কোরবোর্ডে তুলেই অলআউট হয়ে যায় রানি রাসমণি টিম।

ম্যাচের শুরু থেকেই মা সারদা টিমের বোলারদের দাপট দেখা যায়। মাত্র ৫৭ রান স্কোরবোর্ডে তুলেই অলআউট হয়ে যায় রানি রাসমণি টিম।

5 / 8
রানি রাসমণি টিমের কোনও ক্রিকেটাররা দুই অঙ্কের রান তুলতে পারেননি। ৪টি উইকেট নেন মা সারদা টিমের বোলার দেবারতি গুহ। এ ছাড়া দুটি করে উইকেট নেন আদৃজা সরকার ও রেমনদিনা খাতুন।

রানি রাসমণি টিমের কোনও ক্রিকেটাররা দুই অঙ্কের রান তুলতে পারেননি। ৪টি উইকেট নেন মা সারদা টিমের বোলার দেবারতি গুহ। এ ছাড়া দুটি করে উইকেট নেন আদৃজা সরকার ও রেমনদিনা খাতুন।

6 / 8
৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় মা সারদা টিম। এই টিমের সময়িতা অধিকারী ৩৮ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন।

৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় মা সারদা টিম। এই টিমের সময়িতা অধিকারী ৩৮ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন।

7 / 8
৪ ওভারে মাত্র ৪ রান খরচ করে ৪ উইকেট নেওয়া মা সারদার বোলার দেবারতি গুহ ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।

৪ ওভারে মাত্র ৪ রান খরচ করে ৪ উইকেট নেওয়া মা সারদার বোলার দেবারতি গুহ ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।

8 / 8
এই টুর্নামেন্টের ফাইনালে হাজির ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস প্রমুখ।

এই টুর্নামেন্টের ফাইনালে হাজির ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস প্রমুখ।