Brazil vs Argentina: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ধুন্ধুমার, ঠিক কী ঘটেছিল গ্যালারিতে? দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 22, 2023 | 9:18 PM

Lionel Messi: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় ব্রাজিল পুলিশকে। সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়। সেখানে আর্জেন্টাইন সমর্থকদের বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে। পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিতে দেখা গিয়েছে বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে। আর এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁকে অনুসরণ করেন বাকিরাও। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় মাঠ নামে নীল-সাদা বাহিনী।

1 / 8
ফুটবল নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা নতুন নয়। আর ফুটবল ভক্তরা বিভক্ত ব্রাজিল-আর্জেন্টিনা ও ইস্টবেঙ্গল-মোহনবাগান শিবিরে। ছবি:X)

ফুটবল নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা নতুন নয়। আর ফুটবল ভক্তরা বিভক্ত ব্রাজিল-আর্জেন্টিনা ও ইস্টবেঙ্গল-মোহনবাগান শিবিরে। ছবি:X)

2 / 8
তবে উন্মাদনা যাই থাক কেন, কোনও রকম অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। এ বার এমনই এক ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।  (ছবি:X)

তবে উন্মাদনা যাই থাক কেন, কোনও রকম অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। এ বার এমনই এক ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। (ছবি:X)

3 / 8
ব্রাজিলের জনপ্রিয় স্টেডিয়াম মারাকানায় বুধবার সকালে  বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের  ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা।(ছবি:X)

ব্রাজিলের জনপ্রিয় স্টেডিয়াম মারাকানায় বুধবার সকালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা।(ছবি:X)

4 / 8
ম্য়াচ শুরুর আগেই ঝামেলায় জড়ায় দুই শিবিরের সমর্থকের একাংশ। প্রথা মাফিক দুই দেশের ফুটবলাররা জাতীয় সংগীতের জন্য মাঠে উপস্থিত হন। তখনই গ্যালারিতে দুই শিবিরের সমর্থকদের মধ্যে তুমুল তর্কাতর্কি বাধে। যা মুহুর্তের হাতাহাতিতে গড়ায়। (ছবি:X)

ম্য়াচ শুরুর আগেই ঝামেলায় জড়ায় দুই শিবিরের সমর্থকের একাংশ। প্রথা মাফিক দুই দেশের ফুটবলাররা জাতীয় সংগীতের জন্য মাঠে উপস্থিত হন। তখনই গ্যালারিতে দুই শিবিরের সমর্থকদের মধ্যে তুমুল তর্কাতর্কি বাধে। যা মুহুর্তের হাতাহাতিতে গড়ায়। (ছবি:X)

5 / 8
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।এর জেরে ম্যাচ প্রায় আধ ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। গ্যালারিতে এই অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে পুরো টিম নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান লিওনেল মেসি। (ছবি:X)

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।এর জেরে ম্যাচ প্রায় আধ ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। গ্যালারিতে এই অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে পুরো টিম নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান লিওনেল মেসি। (ছবি:X)

6 / 8
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় ব্রাজিল পুলিশকে।  সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়। সেখানে আর্জেন্টাইন সমর্থকদের বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে। পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিতে দেখা গিয়েছে বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে।  (ছবি:X)

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় ব্রাজিল পুলিশকে। সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়। সেখানে আর্জেন্টাইন সমর্থকদের বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে। পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিতে দেখা গিয়েছে বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে। (ছবি:X)

7 / 8
আর এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।  মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁকে অনুসরণ করেন বাকিরাও। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় মাঠ নামে নীল-সাদা বাহিনী। (ছবি:X)

আর এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁকে অনুসরণ করেন বাকিরাও। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় মাঠ নামে নীল-সাদা বাহিনী। (ছবি:X)

8 / 8
 টানটান উত্তেজনার ম্যাচে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। ম্য়াচের ৬৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। (ছবি:X)

টানটান উত্তেজনার ম্যাচে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। ম্য়াচের ৬৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। (ছবি:X)

Next Photo Gallery
Gautam Gambhir: ‘ভারত নয়, বিশ্বকাপ প্রাপ্য অস্ট্রেলিয়ারই’ নিন্দুকদের চুপ করালেন গম্ভীর
Gautam Gambhir: কেকেআরে কামব্যাক গম্ভীরের, জানেন তাঁর গোপন প্রেমের কাহিনী?