Bangla NewsPhoto gallerySports photos Massive fight in the stands delays start of Argentina vs Brazil World Cup qualifier check the exclusive photos
Brazil vs Argentina: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ধুন্ধুমার, ঠিক কী ঘটেছিল গ্যালারিতে? দেখুন ছবিতে
Lionel Messi: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় ব্রাজিল পুলিশকে। সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়। সেখানে আর্জেন্টাইন সমর্থকদের বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে। পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিতে দেখা গিয়েছে বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে। আর এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁকে অনুসরণ করেন বাকিরাও। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় মাঠ নামে নীল-সাদা বাহিনী।