Keshav Maharaj: রূপের দিকে অনুষ্কা-আথিয়াদের টেক্কা দিচ্ছেন কেশব মহারাজের স্ত্রী
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 08, 2023 | 10:00 AM
Meet Keshav Maharaj's Wife: প্রোটিয়া তারকা কেশব মহারাজের স্ত্রী রূপের দিক থেকে অনুষ্কা শর্মা, আথিয়া শেট্টিদের থেকে কম যান না। ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা মহারাজের স্ত্রী একজন কত্থক শিল্পী। কেশবের মতো তাঁর স্ত্রীর শিকড়ও লুকিয়ে ভারতে। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজের স্ত্রীর নাম লেরিশা মুনসামি (Lerisha Munsamy)। কেশব ও লেরিশা ছেলেবেলার বন্ধু ছিলেন।
1 / 8
ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে। এই সফরে ভারত ও দক্ষিণ আফ্রিকা টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজে খেলবে। সেখানে অ্যাকশনে দেখা যাবে কেশব মহারাজকেও। প্রোটিয়া দলের বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj) ভারতীয় বংশোদ্ভূত। তাঁর স্ত্রী লেরিশা মুনসামির (Lerisha Munsamy) শিকড়ও লুকিয়ে ভারতে।
2 / 8
আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন কেশব মহারাজ। তাঁর সুন্দরী স্ত্রীর বিষয়ে জানেন? কেশবের মতোই তাঁর স্ত্রী লেরিশা ক্রিকেট এবং ভারতীয় সংস্কৃতি পছন্দ করেন।
3 / 8
২০২২ সালের এপ্রিল মাসে কেশব মহারাজ ও লেরিশা মুনসামি বিয়ে করেন। কেশব মহারাজ ও লেরিশা মুনসামি ছেলেবেলার বন্ধু। তারপর ধীরে ধীরে দু'জনের ভালো লাগা। সেখান থেকে প্রেম। আর তার পর বছর খানেক আগে বিয়ের পিঁড়িতে বসেন কেশব ও লেরিশা।
4 / 8
বিয়ের সময় কেশব মহারাজ হালকা সবুজ রংয়ের পাঞ্জাবি পরেছিলেন। আর লেরিশা পরেছিলেন লাল রংয়ের লেহেঙ্গা। একটি লাল ওড়নাও নিয়েছিলেন।
5 / 8
প্রোটিয়া তারকা ক্রিকেটার কেশব ও লেরিশা তাঁদের বিয়েতে ভারতীয় পোশাকের পাশাপাশি ভারতীয় রীতিনীতিও মেনেছিলেন।
6 / 8
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজের স্ত্রী লেরিশা মহারাজ একজন কত্থক শিল্পী। এই কত্থক নাচ দিয়েই তিনি কেশবের পরিবারের মন জয় করে নিয়েছিলেন।
7 / 8
দক্ষিণ আফ্রিকায় লেরিশা মহারাজের ফ্যাশান সেন্স নিয়েও বিরাট আলোচনা চলে। সেখানকার ট্যাবলয়েডে জায়গায় করে নেয় লেরিশার স্টাইল স্টেটমেন্ট।
8 / 8
দক্ষিণ আফ্রিতার তারকা ক্রিকেটার কেশব মহারাজের স্ত্রী লেরিশা মহারাজ সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স প্রায় ৭৬ হাজার।