Bangla NewsPhoto gallerySports photos Mohammad Kaif Who led India to Win NatWest Trophy in England Jumps into The Yamuna River and Shares feelings See Photos
Indian Cricket: যমুনা নদীতে ঝাঁপ ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের নায়কের
Natwest Trophy-Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধ্যায় ন্যাটওয়েস্ট ট্রফি জয়। ফাইনালে অবিশ্বাস্য রান তাড়া করেছিল ভারত। সেই সময় ওয়ান ডে ক্রিকেটে ২৫০ রানকেই সুরক্ষিত বলা হত। ভারত জিতেছিল ৩২৬ রান তাড়া করে। আর তারপর ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকে জবাব দিতে লর্ডসের গ্যালারিতে ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর দৃশ্য ভারতীয় ক্রিকেটে আইকনিক। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহম্মদ কাইফ।