
টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি তিন ফর্ম্যাটেই আইসিসি ক্রমতালিকায় শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। আপাতত ভারতীয় টিম ব্যস্ত প্রোটিয়া সফরে। এক ঝলকে দেখে নিন অতীতে কোন কোন ভারত অধিনায়ক টেস্টে শূন্যতায় ডুবিয়েছে টিম ইন্ডিয়াকে।

টেস্টে (Test) ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়ার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ভারতের জার্সিতে টেস্টে মোট ১০ বার রানের খাতা খোলার আগেই মাঠ ছেড়েছেন।

সাদা জার্সি ও লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়া ভারতীয় ক্যাপ্টেনের তালিকায় বিরাট কোহলির পর রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি ৮ বার টেস্টে শূন্যে আউট হয়েছিলেন।

টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন মনসুর আলি খান পতৌদি (Mansur Ali Khan Pataudi)। ৭ বার টেস্টে তিনি শূন্য রানে মাঠ ছেড়েছিলেন।

দেশকে প্রথম বার বিশ্বকাপ এনে দেওয়া ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। টেস্টে তিনি ভারতের নেতা হিসেবে ৬ বার শূন্যে আউট হয়েছিলেন।

এই তালিকায় রয়েছেন বিষেণ সিং বেদী, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিজয় হাজারে। ভারত অধিনায়ক হিসেবে এই তিনজন ৪ বার শূন্যে আউট হয়েছিলেন।

১৯৭১ সাল থেকে ১৯৭৪ সালের মধ্যে ১৬টি ম্যাচে ২৯টি ইনিংসে ভারতের ক্যাপ্টেন হিসেবে ৩ বার শূন্যে আউট হয়েছিলেন অজিত ওয়াড়েকর।

ভারতের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি বার শূন্য আউট হওয়ার তালিকায় লালা অমরনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সুনীল গাভাসকর, গুহলাম আহমেদ, অনিল কুম্বলে, সচিন তেন্ডুলকর ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন রয়েছেন। তাঁরা ক্যাপ্টেনের ভূমিকায় থাকাকালীন ২ বার করে টেস্টে শূন্যে আউট হয়েছিলেন।