বছর চারেক আগে তামিলনাড়ুতে সিএসকে (CSK) ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এক বড় ভক্ত খবরের শিরোনামে এসেছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনির সেই ভক্তর নাম গোপী কৃষ্ণন। তিনি একটা সময় রীতিমতো ভাইরাল হয়েছিলেন ধোনির জন্য। কারণ তিনি ধোনির প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের বাড়ি রাঙিয়েছিলেন হলুদ রঙ-এ। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
আইপিএলের (IPL) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির সেই ভক্তর বাড়ির ছবি শেয়ার করেছিল। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
শুধু হলুদ রংই ধোনির ওই ভক্তর বাড়ির বিশেষত্ব ছিল না। কারণ, তাঁর বাড়ির চারিদিকে ছিল মহেন্দ্র সিং ধোনি এবং সিএসকের ছোঁয়াও। বাড়ির চারিদিক তিনি সাজিয়েছিলেন ধোনির ছবি দিয়ে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সিএসকের এক ভিডিয়োতে জানিয়েছিলেন, তিনি ইন্সটাগ্রামে ওই বাড়িটির ভিডিয়ো দেখেছেন। ধোনি জানান, সেই ভক্তর বাড়িটি তাঁর ভীষণ ভালো লেগেছিল। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনি ওই ভক্তকে এবং তাঁর পরিবারকে এই ভাবে ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। এ বার সেই ভক্তকে হারালেন ধোনি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
চেন্নাই সুপার কিংস এর এবং ধোনির ডাই হার্ড ফ্যান গোপী কৃষ্ণনের ভাই জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তাঁর দাদা। পাশের গ্রামের কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। ৩৪ বছর বয়সী গোপী যার জেরে আত্মহত্যা করেছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এ বারের আইপিএলে ফের খেলতে দেখা যাবে চেন্নাই সুপার কিংসকে। মাহির নেতৃত্বে ষষ্ঠ ট্রফি সিএসকে শিবিরে আসে কিনা সেটাই দেখার। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)