বর্তমানে মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে তাঁর ফার্ম হাউস কৈলাশপতিতে রয়েছেন। তিনি রাঁচির JSCA International Stadium Complex এ জিম করতে যান। সেখানে তাঁর সম্প্রতি দেখা হয়েছিল উমেশ যাদবের সঙ্গে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনি জিম করার পর তাঁর একাধিক ভক্তদের সঙ্গে প্রায়শই ছবি তোলেন। তেমনই এক লাকি ভক্তের সঙ্গে ধোনির এই ছবি নেটদুনিয়ায় ঘুরছে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কোনও ভক্তকে কখনও নিরাশ করেন না। যে যেখানে, যেভাবে অটোগ্রাফ চান ধোনি তা দেন। তেমনই এক ভক্তকে দেওয়া শার্ট ও গিটারে অটোগ্রাফ দেওয়ার এই ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
সম্প্রতি ধোনির একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে তিনি একটি জুতোতে অটোগ্রাফ দিচ্ছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
অতীতে ধোনি একাধিক ভক্তর আবদার রাখতে তাঁদের বাইকে অটোগ্রাফ দিয়েছেন। জার্সি, টুপি, ব্যাট, বলে অটোগ্রাফ দেওয়া তো লেগেই থাকে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
এ বার অবশ্য তাঁকে জুতোতে অটোগ্রাফ দিতে দেখা গেল। তার অবশ্য বিশেষ কারণ রয়েছে। আসলে ধোনির খুব কাছের একজন এই অটোগ্রাফ চেয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
আসলে সুমিত কুমার নামে ধোনির এক ভক্ত তাঁর দামি জুতোতে মাহির অটোগ্রাফ চেয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
এই সুমিত কুমার একজন টেনিস প্লেয়ার। ধোনির সঙ্গে তাঁর একাধিকবার দেখা হয়েছে। তাঁরা একসঙ্গে টেনিস খেলেছেন বহুবার। ধোনির হাত থেকে সুমিত পুরস্কারও নিয়েছেন অনেক বার। সেই সুমিতের দামি জুতো আরও মূল্যবান হল ধোনির অটোগ্রাফে। (ছবি- সুমিত কুমার ইন্সটাগ্রাম)