২০২৩ সালকে বিদায় জানিয়ে চব্বিশ বরণের পালা। বছরের শেষটা দেশের মাটিতে নয়, বিদেশে কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সঙ্গে রয়েছেন স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni) ও তাঁর বন্ধু-বান্ধবরা। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনির বাহুডোরে রয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি। এই ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে ধোনি-সাক্ষীরা দুবাইতে রয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
কয়েকদিন আগে সাক্ষী তাঁর ইন্সটাগ্রামে দুবাইতে যাওয়ার ছবি-ভিডিয়ো শেয়ার করেছিলেন। এ বার পার্টি মুডে দেখা গেল সস্ত্রীক ধোনিকে। তাঁদের সঙ্গে ছিলেন বলিউড তারকা কৃতি স্যানন ও তাঁর বোনও। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
বলিউড ডিভা কৃতি স্যাননের বোন নুপুর স্যাননের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির এই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দুবাইতে এক পার্টিতে তাঁদের দেখা হয়েছিল। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
শুধু কৃতি এবং নুপুরের সঙ্গেই দুবাইতে দেখা হয়নি ধোনি-সাক্ষীর। বিগ বস সিজন-১৬ খ্যাত আবদু রোজিকের সঙ্গে ধোনি পোজ দিয়ে ছবি তোলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনি পার্টি করবেন, আর ঋষভ পন্থ থাকবেন না তাও আবার হয় নাকি। এ বারও হল না। সেই আইপিএলের নিলামের সময় থেকে দুবাইতে রয়েছেন পন্থ। এ বার ধোনির সঙ্গে পার্টিতেও দেখা গেল পন্থকে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
বলিউড গায়ক স্টেবিন বেনও হাজির ছিলেন দুবাইতে। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছবি তোলার সুযোগ তিনিও হাতছাড়া করেননি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সিংয়ের ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে, দুবাইয়ের সার্ফ ক্লাবে পার্টিতে তাঁরা দারুণ এনজয় করেছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)