Neeraj Chopra: হিরে-সোনায় ভর্তি নীরজ চোপড়ার সিন্দুক…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 28, 2023 | 3:20 PM

Neeraj Chopra Medals List: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার (Neeraj Chopra) পদক প্রাপ্তির তালিকা বেশ লম্বা। সেই তালিকা দেখলে যে কেউ বলতে বাধ্য এ তো হিরে-সোনায় ভর্তি নীরজ চোপড়ার সিন্দুক। ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া ইতিহাস গড়া আর সোনা জেতা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন। এক ঝলকে দেখে নিন নীরজ কী কী পদক জিতেছেন...

1 / 8
অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) মুকুটে নয়া পালক জুড়েছে। বিশ্ব মিটে তাঁর বর্শাতে বিঁধেছে সোনা। ভারতবাসী নীরজকে নিয়ে গর্বিত। এই উপলক্ষ্যে ফিরে দেখা নীরজের পদক তালিকা...

অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) মুকুটে নয়া পালক জুড়েছে। বিশ্ব মিটে তাঁর বর্শাতে বিঁধেছে সোনা। ভারতবাসী নীরজকে নিয়ে গর্বিত। এই উপলক্ষ্যে ফিরে দেখা নীরজের পদক তালিকা...

2 / 8
২০১৬ সালে জুনিয়র পর্যায়ে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন নীরজ। এরপর সে বছরই বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। তারপর গুয়াহাটিতে হওয়া সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন নীরজ। সে বার নীরজ ৮২.২৩ মিটার থ্রো করে সোনা পেয়েছিলেন নীরজ।

২০১৬ সালে জুনিয়র পর্যায়ে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন নীরজ। এরপর সে বছরই বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। তারপর গুয়াহাটিতে হওয়া সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন নীরজ। সে বার নীরজ ৮২.২৩ মিটার থ্রো করে সোনা পেয়েছিলেন নীরজ।

3 / 8
২০১৭ সালে ভুবনেশ্বরে হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৮৫.২৩ মিটার থ্রো করে সোনা জেতেন নীরজ চোপড়া।

২০১৭ সালে ভুবনেশ্বরে হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৮৫.২৩ মিটার থ্রো করে সোনা জেতেন নীরজ চোপড়া।

4 / 8
২০১৮ সালে জোড়া সোনা আসে ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার ঝুলিতে। সে বার নীরজ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ৮৬.৪৭ মিটার থ্রো করে সোনার পদক জিতেছিলেন।

২০১৮ সালে জোড়া সোনা আসে ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার ঝুলিতে। সে বার নীরজ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ৮৬.৪৭ মিটার থ্রো করে সোনার পদক জিতেছিলেন।

5 / 8
২০১৮ সালে কমনওয়েলথ গেমসে ছাড়া জাকার্তাতে হওয়া এশিয়ান গেমসেও নীরজের বর্শাতে বিঁধেছিল সোনা। ৮৮.০৬ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েছিলেন নীরজ এবং জিতেছিলেন স্বর্ণপদক।

২০১৮ সালে কমনওয়েলথ গেমসে ছাড়া জাকার্তাতে হওয়া এশিয়ান গেমসেও নীরজের বর্শাতে বিঁধেছিল সোনা। ৮৮.০৬ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েছিলেন নীরজ এবং জিতেছিলেন স্বর্ণপদক।

6 / 8
২০২১ সালে অনুষ্ঠিত হওয়া টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন থ্রো করে সোনার ইতিহাস গড়েন নীরজ চোপড়া।

২০২১ সালে অনুষ্ঠিত হওয়া টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন থ্রো করে সোনার ইতিহাস গড়েন নীরজ চোপড়া।

7 / 8
২০২২ সালে জুরিখে হওয়া ডায়মন্ড লিগের ফাইনালে ৮৮.৪৪ মিটার দূরে বর্শা ছুড়ে হিরে জিতেছিলেন নীরজ। আর চলতি বছরে লুসানে হওয়া ডায়মন্ড লিগে ৮৭.৬৬ মিটার থ্রো করে দ্বিতীয় ডায়মন্ড পেয়েছেন নীরজ।

২০২২ সালে জুরিখে হওয়া ডায়মন্ড লিগের ফাইনালে ৮৮.৪৪ মিটার দূরে বর্শা ছুড়ে হিরে জিতেছিলেন নীরজ। আর চলতি বছরে লুসানে হওয়া ডায়মন্ড লিগে ৮৭.৬৬ মিটার থ্রো করে দ্বিতীয় ডায়মন্ড পেয়েছেন নীরজ।

8 / 8
২০২২ সালে বিশ্ব মিটে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপো পেয়েছিলেন নীরজ চোপড়া। এ বার বুদাপেস্টে হওয়া বিশ্ব মিটে ৮৮.১৭ মিটার থ্রো করে সোনার ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া।

২০২২ সালে বিশ্ব মিটে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপো পেয়েছিলেন নীরজ চোপড়া। এ বার বুদাপেস্টে হওয়া বিশ্ব মিটে ৮৮.১৭ মিটার থ্রো করে সোনার ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া।

Next Photo Gallery