Neeraj Chopra: জ্যাভলিন থ্রোয়ার না হলে নীরজ চোপড়া কী হতেন, জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 01, 2023 | 9:41 AM

নীরজ চোপড়া... এক ডাকে সকলেই তাঁকে চেনেন। ভারতকে অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা এনে দেওয়া তারকা তিনি। শুধু দেশে নয়, বিদেশেও নীরজ চোপড়ার পরিচিতি ছড়িয়েছে। জ্যাভলিনের জন্যই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। আর সেই তিনি এ বার জানালেন স্পোর্টস পারসন না হলে তিনি কী হতেন। জানেন কি সোনার ছেলে জ্যাভলিন থ্রোয়ার না হলে কী হতেন?

1 / 8
টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ট্র্যাক অ্যান্ড ফিল্ড (Track and Field) থেকে ভারতকে প্রথম সোনা এনে দেওয়া অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। দেশ-বিদেশে তাঁর খ্যাতি ছড়িয়ে রয়েছে।

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ট্র্যাক অ্যান্ড ফিল্ড (Track and Field) থেকে ভারতকে প্রথম সোনা এনে দেওয়া অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। দেশ-বিদেশে তাঁর খ্যাতি ছড়িয়ে রয়েছে।

2 / 8
সম্প্রতি অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রিয় সিনেমা থেকে শুরু করে জানিয়েছেন, স্পোর্টসপারসন না হলে তিনি কী হতেন।

সম্প্রতি অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রিয় সিনেমা থেকে শুরু করে জানিয়েছেন, স্পোর্টসপারসন না হলে তিনি কী হতেন।

3 / 8
আরসিবির ব়্যাপিড ফায়ার সেশনে নীরজ চোপড়া জানিয়েছেন, তিনি স্পোর্টসপারসন না হলে ফটোগ্রাফার হতেন। কারণ, ফটোগ্রাফি তাঁর ভীষণ ভালো লাগে। তিনি যেখানেই যান অনেক ছবি তোলেন।

আরসিবির ব়্যাপিড ফায়ার সেশনে নীরজ চোপড়া জানিয়েছেন, তিনি স্পোর্টসপারসন না হলে ফটোগ্রাফার হতেন। কারণ, ফটোগ্রাফি তাঁর ভীষণ ভালো লাগে। তিনি যেখানেই যান অনেক ছবি তোলেন।

4 / 8
ভাবুন তো, যে তারকা দেশকে অলিম্পিকে সোনা, ডায়মন্ড লিগে হিরে এনে দিয়েছেন, তিনি কিনা বলছেন, স্পোর্টসপারসন না হলে ট্র্যাকে নয় হাত পাকাতেন ক্যামেরায়।

ভাবুন তো, যে তারকা দেশকে অলিম্পিকে সোনা, ডায়মন্ড লিগে হিরে এনে দিয়েছেন, তিনি কিনা বলছেন, স্পোর্টসপারসন না হলে ট্র্যাকে নয় হাত পাকাতেন ক্যামেরায়।

5 / 8
চলতি বছরে এশিয়ান গেমসে সোনা জিতেছেন নীরজ। বুদাপেস্ট বিশ্ব মিটে সোনা জিতেছেন। কিন্তু তাঁর সোনার খিদে এখনও অফুরান।

চলতি বছরে এশিয়ান গেমসে সোনা জিতেছেন নীরজ। বুদাপেস্ট বিশ্ব মিটে সোনা জিতেছেন। কিন্তু তাঁর সোনার খিদে এখনও অফুরান।

6 / 8
ভারতীয় তারকা অ্যাথলিট নীরজ চোপড়ার প্রিয় সিনেমা কী জানেন? তিনি জানিয়েছেন, ভারতীয় কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের জীবনী নিয়ে যে সিনেমা (ভাগ মিলখা ভাগ) হয়েছিল সেটিই তাঁর পছন্দের।

ভারতীয় তারকা অ্যাথলিট নীরজ চোপড়ার প্রিয় সিনেমা কী জানেন? তিনি জানিয়েছেন, ভারতীয় কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের জীবনী নিয়ে যে সিনেমা (ভাগ মিলখা ভাগ) হয়েছিল সেটিই তাঁর পছন্দের।

7 / 8
নীরজ চোপড়া শুধু জ্যাভলিনেই পারদর্শী নন। তিনি জানিয়েছেন, ক্রিকেটাও ভালোই খেলতেন। ব্যাটিং, বোলিং দুই-ই করতে পারেন নীরজ চোপড়া।

নীরজ চোপড়া শুধু জ্যাভলিনেই পারদর্শী নন। তিনি জানিয়েছেন, ক্রিকেটাও ভালোই খেলতেন। ব্যাটিং, বোলিং দুই-ই করতে পারেন নীরজ চোপড়া।

8 / 8
জ্যাভলিনের কথা বললে সর্বকালের সেরা হলেন জান জেলেজনি। ভারতের সোনার ছেলে নীরজের আদর্শও চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার জান জেলেজনি।

জ্যাভলিনের কথা বললে সর্বকালের সেরা হলেন জান জেলেজনি। ভারতের সোনার ছেলে নীরজের আদর্শও চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার জান জেলেজনি।

Next Photo Gallery