KKR:আইপিএলে বলিউড যোগ, কোন তারকার জামাই নাইট ডেপুটি?
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Dec 15, 2023 | 2:46 PM
Nitish Rana: তার দু'বছর পর সাত পাকে বাঁধা পড়ে এই জুটি। কীভাবে প্রেম হয় তাঁদের? জানা গিয়েছে সাচির ভাই পরমবীরের বন্ধু ছিলেন নীতীশ। সেখান থেকেই সাচির সঙ্গে আলাপ। প্রথমে বন্ধুত্ব হয় দু'জনের। সেই বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে পরিণত হয়। কবে বিয়ে করেন তাঁরা?
1 / 8
ক্রিকেটের সঙ্গে বিনোদনের যোগ নতুন নয়। বহু বলিউডের নায়িকাদের সঙ্গে সংসার পেতেছেন ভারতীয় ক্রিকেটাররা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
তবে কেকেআর তারকা নীতীশ রানার গল্পটা একটু আলাদা। ঠিক কেমন কেকেআরের সহ-অধিনায়কের গল্পটা? (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
নীতীশ বিয়ে করেছেন বলিউড তারকা গোবিন্দার ভাইজিকে। ২০২১ সালে গোবিন্দার মেয়ে ভাইজি সাচি মারওয়া রানাকে বিয়ে করেন কেকেআরের ডেপুটি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 8
দীর্ঘদিন সাচির সঙ্গে প্রেম করেন নীতীশ। অবশেষে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাচির সঙ্গে আঙটি বদল করেন নীতীশ। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
তার দু'বছর পর সাত পাকে বাঁধা পড়ে এই জুটি। কীভাবে প্রেম হয় তাঁদের? জানা গিয়েছে সাচির ভাই পরমবীরের বন্ধু ছিলেন নীতীশ। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
সেখান থেকেই সাচির সঙ্গে আলাপ। প্রথমে বন্ধুত্ব হয় দু'জনের। সেই বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে পরিণত হয়। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 8
সাচির সঙ্গে যদিও বলিউডের সরাসরি যোগাযোগ নেই। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার তিনি। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
বর্তমানে নিজের একটি স্টুডিয়ো রয়েছে। সোশ্যাল মিডিয়ায় নীতীশের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন সাচি। (ছবি:সোশ্যাল মিডিয়া)