ICC ODI World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি আসে কোন তারকাদের ব্যাটে?
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Oct 26, 2023 | 8:15 AM
Centuries In WC: আরও এক লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধানেও রয়েছেন এই তালিকায়। ২০১৫ বিশ্বকাপে শতরান আসে তাঁর ব্যাটে। সেই সময় তাঁর বয়স ছিল ৩৭ বছর ২৭১ দিন। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত এই রেকর্ডটি নিজের করেছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ। ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেন। তাঁর বয়স ৩৭ বছর ২৬২ দিন।
1 / 8
চার, ছয়, সেঞ্চুরি ছাড়া এক কথায় অসম্পূর্ণ ক্রিকেট। শতরান ছাড়া ক্রিকেট জমে কি? একেবারেই নয়। মাঠে নেমে প্লেয়াররা এই শতরানের পিছনেই দৌড়ান। আর দর্শকের চোখও দেখতে চায় একের পর এর দুরন্ত সেঞ্চুরি।
2 / 8
চলতি বিশ্বকাপেরও একের পর এক সেঞ্চুরি করে চলছেন তারকারা। তবে জানেন কি ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে শতরান করেছেন কোন ক্রিকেটাররা? আসুন ঝটপট জেনে নেওয়া যাক কে কে আছেন এইম তালিকায়...
3 / 8
এই তালিকায় প্রথমেই রয়েছেন শ্রীলঙ্কার তীল্লাকারত্নে দিলশন। ২০১৫ ওডিআই বিশ্বকাপের দলের হয়ে ১০৪ রান করেন। তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর।
4 / 8
দিলশনের পরে এই তালিকায় রয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। ১৯৮৭ বিশ্বকাপে ভারতের হয়ে ১০৩ রানের ইনিংস খেলেন সানি। তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর ১১৬ দিন।
5 / 8
গাভাসকরের পর এই তালিকায় রয়েছেন সচীন তেন্ডুলকর। ২০১১ বিশ্বকাপে দলের হয়ে ১১ রানের দুরন্ত ইনিংস খেলেন। তখন মাস্টার ব্লাস্টারের বয়স ছিল ৩৭ বছর ৩২২ দিন।
6 / 8
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ত সনৎ জয়সূর্যর কথা ভুললেও চলবে না। ৩৭ বছর ২৭৫ দিনের মাথায় দলের হয়ে ১১৫ রান করেন। ২০০৭ বিশ্বকাপে এই ঘটনা ঘটে।
7 / 8
আরও এক লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধানেও রয়েছেন এই তালিকায়। ২০১৫ বিশ্বকাপে শতরান আসে তাঁর ব্যাটে। সেই সময় তাঁর বয়স ছিল ৩৭ বছর ২৭১ দিন।
8 / 8
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত এই রেকর্ডটি নিজের করেছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ। ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেন। তাঁর বয়স ৩৭ বছর ২৬২ দিন।