Ravindra Jadeja Rivaba Love Story: বিয়েতে চলেছিল গুলি-বোমা, জাডেজার প্রেম কাহিনি হার মানাবে সিনেমাকেও

Birthday OF Ravindra Jadeja: রাজকোটে ‘জাড্ডুস ফুড ফিল্ড’ নামে জাডেজার একটি রেস্তোরাঁ রয়েছে। সেখানেই হয় এনগেজমেন্টের অনুষ্ঠান। এরপর ২০১৬ সালে বিয়ে করেন দু'জন। ব্যাক্তিগত জীবনে বরাবর অ্যাডভেঞ্চার পছন্দ করেন জাড্ডু। বিয়েতেও ছিল তেমনই চমক। রাজপুত পরিবারের রীতি-রেওয়াজ মেনে সম্পন্ন হয় বিয়ে। ‘সঙ্গীত’ অনুষ্ঠানে তলোয়ার চালিয়ে সমালোচিতও হয়েছিলেন জাডেজা

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 06, 2023 | 1:40 PM

1 / 9
৩৪ টা বসন্ত পার করলেন  ভারতীয় তারকা রবীন্দ্র জাডেজা। আজ, ৬ ডিসেম্বর ৩৫ বছরে পা দিলেন সকলের প্রিয় জাড্ডু। (ছবি:সোশ্যাল মিডিয়া)

৩৪ টা বসন্ত পার করলেন ভারতীয় তারকা রবীন্দ্র জাডেজা। আজ, ৬ ডিসেম্বর ৩৫ বছরে পা দিলেন সকলের প্রিয় জাড্ডু। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 9
দেশের জার্সিতে বরাবর নজর কেড়েছেন জাডেজা। তিন ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন জাড্ডু। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ছাপ ফেলেছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

দেশের জার্সিতে বরাবর নজর কেড়েছেন জাডেজা। তিন ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন জাড্ডু। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ছাপ ফেলেছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 9
শুধু বাইশ গজেই নয়, জীবনের ইনিংসেও পিছিয়ে নেই জাড্ডু। প্রেমিকার সঙ্গে ফিল্মি কায়দায় বিয়ে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

শুধু বাইশ গজেই নয়, জীবনের ইনিংসেও পিছিয়ে নেই জাড্ডু। প্রেমিকার সঙ্গে ফিল্মি কায়দায় বিয়ে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 9
কেমন ছিল জাডেজার প্রেমের কাহিনি? বিয়েতে খুব একটা ইচ্ছে ছিল না। ক্রিকেট নিয়েই বাঁচতে চেয়েছিলেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

কেমন ছিল জাডেজার প্রেমের কাহিনি? বিয়েতে খুব একটা ইচ্ছে ছিল না। ক্রিকেট নিয়েই বাঁচতে চেয়েছিলেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 9
তবে বোনের বান্ধবীকে এক ঝলক দেখেই ক্লিন বোল্ড জাডেজা।  ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম এক পার্টিতে রিভাভার সঙ্গে পরিচয় হয় তাঁর। (ছবি:সোশ্যাল মিডিয়া)

তবে বোনের বান্ধবীকে এক ঝলক দেখেই ক্লিন বোল্ড জাডেজা। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম এক পার্টিতে রিভাভার সঙ্গে পরিচয় হয় তাঁর। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 9
রিভাবা ছিলেন তাঁর বোনের বান্ধবী। সেঅ পার্টিতেইব প্রথম আলাপ। তারপর ধীরে-ধীরে বন্ধুত্ব গাঢ় হয়।আর সেই বন্ধুত্ব কখন প্রেমের দিকে গড়ায় টেড় পাননি কেউ।(ছবি:সোশ্যাল মিডিয়া)

রিভাবা ছিলেন তাঁর বোনের বান্ধবী। সেঅ পার্টিতেইব প্রথম আলাপ। তারপর ধীরে-ধীরে বন্ধুত্ব গাঢ় হয়।আর সেই বন্ধুত্ব কখন প্রেমের দিকে গড়ায় টেড় পাননি কেউ।(ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 9
পরিচয়ের কয়েকদিনের মাথাতেই দুই পরিবারের মধ্যে আলাপ আলোচনা হয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নেয় এই জুটি। আলাপের ২ মাসের মাথায় সেরে ফেলেন এনগেজমেন্ট। (ছবি:সোশ্যাল মিডিয়া)

পরিচয়ের কয়েকদিনের মাথাতেই দুই পরিবারের মধ্যে আলাপ আলোচনা হয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নেয় এই জুটি। আলাপের ২ মাসের মাথায় সেরে ফেলেন এনগেজমেন্ট। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 9
রাজকোটে  ‘জাড্ডুস ফুড ফিল্ড’ নামে জাডেজার একটি রেস্তোরাঁ রয়েছে। সেখানেই হয় এনগেজমেন্টেরন অনুষ্ঠান। এরপর ২০১৬ সালে বিয়ে  করেন দু'জন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

রাজকোটে ‘জাড্ডুস ফুড ফিল্ড’ নামে জাডেজার একটি রেস্তোরাঁ রয়েছে। সেখানেই হয় এনগেজমেন্টেরন অনুষ্ঠান। এরপর ২০১৬ সালে বিয়ে করেন দু'জন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

9 / 9
ব্যাক্তিগত জীবনে বরাবর অ্যাডভেঞ্চার পছন্দ করেন জাড্ডু। বিয়েতেও ছিল তেমনই চমক। রাজপুত পরিবারের রীতি-রেওয়াজ মেনে সম্পন্ন হয় বিয়ে।  ‘সঙ্গীত’ অনুষ্ঠানে তলোয়ার চালিয়ে সমালোচিতও হয়েছিলেন জাডেজা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ব্যাক্তিগত জীবনে বরাবর অ্যাডভেঞ্চার পছন্দ করেন জাড্ডু। বিয়েতেও ছিল তেমনই চমক। রাজপুত পরিবারের রীতি-রেওয়াজ মেনে সম্পন্ন হয় বিয়ে। ‘সঙ্গীত’ অনুষ্ঠানে তলোয়ার চালিয়ে সমালোচিতও হয়েছিলেন জাডেজা। (ছবি:সোশ্যাল মিডিয়া)