২১ বছর আগে আজকের দিনে লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। (ছবি-যুবরাজ সিং টুইটার)
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ৩২৬ রানের টার্গেট দিয়েছিল নাসের হুসেনের ইংল্যান্ড (England)। (ছবি-টুইটার)
সে বার ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে বীরেন্দ্র সেওয়াগ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপেনিং জুটিতে ওঠে ১০৬ রান। ৩২৬ রানের বিরাট টার্গেট তাড়া করতে গিয়ে এক সময় ভারত অনেকটা পিছিয়ে পড়েছিল। ১৪৬ রানে ৫ উইকেট খুইয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। (ছবি-যুবরাজ সিং টুইটার)
সেখান থেকে টিম ইন্ডিয়াকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) ও মহম্মদ কাইফ (Mohammad Kaif)। (ছবি-যুবরাজ সিং টুইটার)
মহম্মদ কাইফ ও যুবরাজ সিং জুটিতে তোলেন ১২১ রান। আর শেষ অবধি ৮৭ রানে নট আউট থেকে জাহির খানের সঙ্গে ভারতকে সেই ম্যাচ জেতান মহম্মদ কাইফ। (ছবি-যুবরাজ সিং টুইটার)
আর তারপরই দেখা যায় সেই ঐতিহাসিক দৃশ্য। লর্ডসের ব্যালকনি থেকে জার্সি উড়িয়ে টিম ইন্ডিয়ার জয়ের সেলিব্রেশন করেছিলেন সৌরভ। যদিও মহারাজের ওই সেলিব্রেশনের পিছনে এক বিশেষ কারণ ছিল। আসলে ২০০২ সালের ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের এক ওয়ান ডে ম্যাচে ভারতকে অলআউট করে জিতেছিল ইংল্যান্ড। আর ওই ম্যাচে জেতার পর ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ জার্সি খুলে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাঠে প্রদক্ষিণ করে সেলিব্রেশন করেছিলেন। তাই সে কথা মনে রেখে সৌরভ তাঁদের ঘরের মাঠে সেই ঘটনার বদলা নেন। (ছবি-টুইটার)
আজ, ১৩ জুলাই। ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২১ বছর পূর্তি। এই উপলক্ষে স্মৃতিমেদুর হয়েছেন টিম ইন্ডিয়ার সেই ম্যাচ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং। (ছবি-যুবরাজ সিং টুইটার)
ইন্সটাগ্রামে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২১ বছর পূর্তি উপলক্ষে এক ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর মা-বাবা টিভিতে সেই ফাইনাল ম্যাচ দেখছেন। (ছবি-টুইটার)