ক্যালেন্ডার বলছে আজ ১১ ডিসেম্বর। বছর ছয়েক আগে আজকের দিনেই বলিউড ডিভা অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।
২০১৭ সালের ১১ ডিসেম্বর সাতপাঁকে বাঁধা পড়েছিল সকলের প্রিয় বিরুষ্কা। ভারতে নয়, ডেস্টিনেশন ওয়েডিং বেছেছিলেন বিরাট অনুষ্কা। ইতালির তাসকানিতে মহাধুমধাম করে বিয়ে হয়েছিল ক্রিকেট ও বলিউডের পাওয়ার কাপল বিরাট ও অনুষ্কার।
বছর দশেক আগে ফিরে যাওয়া হলে মিলবে বিরাট-অনুষ্কার লাভস্টোরির প্রমাণ। ২০১৩ সালে শ্যাম্পুর এক বিজ্ঞাপনের শুটিংয়ের সুবাদে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার প্রথম দেখা হয়েছিল।
প্রথম দেখাতেই অনুষ্কা শর্মার প্রেমে পড়ে গিয়েছিলেন বিরাট কোহলি। সেই শুরু ২০১৩ সাল থেকে বিরাট ও অনুষ্কা ডেট করতে থাকেন। প্রথমে দু'জনের বন্ধুত্ব হয়। তা থেকে প্রেম তারপর বিয়ে। সেই দিক থেকে দেখতে হলে ১০ বছর একসঙ্গে কাটিয়ে দিলেন বিরাট ও অনুষ্কা।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের কার্ডও ছিল বেশ নজর কাড়া। ইতালিতে তাঁদের বিয়ে হওয়ায় সেখানে সকলকে আমন্ত্রণ জানাননি বিরাট-অনুষ্কা। ভারতে তাঁরা ফেরার পর জোড়া রিসেপশনের আয়োজন করেছিলেন। সেই কার্ড ছিল এককথায় অনবদ্য।
জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কাঁধে পড়েছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের জন্য সমস্ত পোশাক তৈরি করার। বিয়ের দিন অনুষ্কা হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা পরেছিলেন। আর বিরাট এমব্রয়ডারি করা আইভরি শেরওয়ানি পরেছিলেন।
ইতালিতে যে বিরাট-অনুষ্কার গ্র্যান্ড ওয়েডিং হয়েছিল, তাতে দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। ক্রিকেট ও সিনে জগতের আদর্শ জুটি বলা হয় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে।
ইতালিতে বিয়ে করার পর ভারতে ফিরে ২১ ডিসেম্বর নয়াদিল্লিতে এবং ২৬ ডিসেম্বর মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা। সিনে জগতের বহু পরিচিত মুখ এবং একাধিক ক্রিকেটার উপস্থিত ছিলেন বিরুষ্কার রিসেপশনে।
রিসেপশনেও বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। বিয়ের পোশাক থেকে শুরু করে বিরুষ্কার বিয়ের সমস্ত গয়নার দায়িত্বও ছিলেন সব্যসাচীর উপর।