Wasim Akram: স্ত্রী জানতেনই না কী করেন তিনি! মজার প্রেমের কাহিনী শেয়ার করলেন ওয়াসিম আক্রম

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 02, 2023 | 8:53 AM

Wasim Akram Love Life: সারাবিশ্ব এক ডাকে চেনে এই প্রবাদপ্রতীমকে, কিন্তু জানেন বিয়ের আগে আক্রমের স্ত্রী জানতেন না আসলে কী তাঁর পরিচয়। এ বার এক সংবাদমাধ্যমে সে সব দিনের মজার ঘটনা শেয়া করলেন আক্রম। ক্রমের দ্বিতীয় স্ত্রী শানিয়েরা আক্রম একজন অস্ট্রেলিয়ান। ২০১১ সালে মেলবোর্নে ধারভাষ্যকর হিসেবে গিয়েছিলেন আক্রম। সেখানেই তাঁদের আলাপ। এক বন্ধুর বাড়িতে বারবিকিইউ পার্টিতে প্রথম দেখা হয় তাঁদের। ততদিনে সারাবিশ্ব ওয়াসিমের ক্রিকেটে মুগ্ধ। কিন্তু জানলে অবাক হবেন শানিয়েরা জানতেন না আক্রম কী করেন।

1 / 8
বিশ্বজোড়া খ্যাতি তাঁর। একসময় তাঁর আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতে হিমশিম খেত প্রতিপক্ষ। তিনি আর কেউ নন, পাক কিংবদন্তী ওয়াসিম আক্রম। (ছবি:সোশ্যাল মিডিয়া)

বিশ্বজোড়া খ্যাতি তাঁর। একসময় তাঁর আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতে হিমশিম খেত প্রতিপক্ষ। তিনি আর কেউ নন, পাক কিংবদন্তী ওয়াসিম আক্রম। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 8
  সারাবিশ্ব এক ডাকে চেনে এই প্রবাদপ্রতীমকে, কিন্তু জানেন বিয়ের আগে আক্রমের স্ত্রী জানতেন না আসলে কী তাঁর পরিচয়। এ বার  এক সংবাদমাধ্যমে সে সব দিনের মজার ঘটনা শেয়া করলেন আক্রম। (ছবি:সোশ্যাল মিডিয়া)

সারাবিশ্ব এক ডাকে চেনে এই প্রবাদপ্রতীমকে, কিন্তু জানেন বিয়ের আগে আক্রমের স্ত্রী জানতেন না আসলে কী তাঁর পরিচয়। এ বার এক সংবাদমাধ্যমে সে সব দিনের মজার ঘটনা শেয়া করলেন আক্রম। (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 8
আক্রমের দ্বিতীয় স্ত্রী শানিয়েরা আক্রম একজন অস্ট্রেলিয়ান। ২০১১ সালে মেলবোর্নে ধারভাষ্যকর হিসেবে গিয়েছিলেন আক্রম। সেখানেই তাঁদের আলাপ। (ছবি:সোশ্যাল মিডিয়া)

আক্রমের দ্বিতীয় স্ত্রী শানিয়েরা আক্রম একজন অস্ট্রেলিয়ান। ২০১১ সালে মেলবোর্নে ধারভাষ্যকর হিসেবে গিয়েছিলেন আক্রম। সেখানেই তাঁদের আলাপ। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 8
এক বন্ধুর বাড়িতে বারবিকিইউ পার্টিতে প্রথম দেখা হয় তাঁদের। ততদিনে সারাবিশ্ব ওয়াসিমের ক্রিকেটে মুগ্ধ। কিন্তু জানলে অবাক হবেন শানিয়েরা জানতেন না আক্রম কী করেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এক বন্ধুর বাড়িতে বারবিকিইউ পার্টিতে প্রথম দেখা হয় তাঁদের। ততদিনে সারাবিশ্ব ওয়াসিমের ক্রিকেটে মুগ্ধ। কিন্তু জানলে অবাক হবেন শানিয়েরা জানতেন না আক্রম কী করেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 8
প্রথম দেখাতে আক্রমও তাঁর পেশা সম্পর্কে বলেননি শানিয়েরাকে। এভাবে কিছুদিন চলতে থাকে। তাঁরা প্রায়ই দেখা-সাক্ষাৎ করতেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

প্রথম দেখাতে আক্রমও তাঁর পেশা সম্পর্কে বলেননি শানিয়েরাকে। এভাবে কিছুদিন চলতে থাকে। তাঁরা প্রায়ই দেখা-সাক্ষাৎ করতেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 8
একবার অস্ট্রেলিয়ার কোনও এক জায়গায় ঘুরতে বেড়িয়েছিলেন তাঁরা। সেই সময় একটা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে যাচ্ছিলেন। সেই সময়ই ফাঁস হয় সবটা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

একবার অস্ট্রেলিয়ার কোনও এক জায়গায় ঘুরতে বেড়িয়েছিলেন তাঁরা। সেই সময় একটা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে যাচ্ছিলেন। সেই সময়ই ফাঁস হয় সবটা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 8
ওই ট্যাক্সি স্ট্যান্ডের বেশ কিছু লোক ভারতীয় ও পাকিস্তানি ছিলেন। তাঁরা আক্রমকে স্বাভাবিকভাবেই চিনতে পারেন। তাঁরা আক্রমের সঙ্গে কথা বলতে  আসেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ওই ট্যাক্সি স্ট্যান্ডের বেশ কিছু লোক ভারতীয় ও পাকিস্তানি ছিলেন। তাঁরা আক্রমকে স্বাভাবিকভাবেই চিনতে পারেন। তাঁরা আক্রমের সঙ্গে কথা বলতে আসেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 8
এমনকি আক্রমের পিছনে দৌড় লাগান। তখন শানিয়েরা বুঝতে পারেন আক্রমের পরিচিতি সম্পর্কে। তারপর পাক কিংবদন্তী নিজের মুখেই তাঁকে সবটা জানান।(ছবি:সোশ্যাল মিডিয়া)

এমনকি আক্রমের পিছনে দৌড় লাগান। তখন শানিয়েরা বুঝতে পারেন আক্রমের পরিচিতি সম্পর্কে। তারপর পাক কিংবদন্তী নিজের মুখেই তাঁকে সবটা জানান।(ছবি:সোশ্যাল মিডিয়া)

Next Photo Gallery