Wasim Akram: স্ত্রী জানতেনই না কী করেন তিনি! মজার প্রেমের কাহিনী শেয়ার করলেন ওয়াসিম আক্রম
Wasim Akram Love Life: সারাবিশ্ব এক ডাকে চেনে এই প্রবাদপ্রতীমকে, কিন্তু জানেন বিয়ের আগে আক্রমের স্ত্রী জানতেন না আসলে কী তাঁর পরিচয়। এ বার এক সংবাদমাধ্যমে সে সব দিনের মজার ঘটনা শেয়া করলেন আক্রম। ক্রমের দ্বিতীয় স্ত্রী শানিয়েরা আক্রম একজন অস্ট্রেলিয়ান। ২০১১ সালে মেলবোর্নে ধারভাষ্যকর হিসেবে গিয়েছিলেন আক্রম। সেখানেই তাঁদের আলাপ। এক বন্ধুর বাড়িতে বারবিকিইউ পার্টিতে প্রথম দেখা হয় তাঁদের। ততদিনে সারাবিশ্ব ওয়াসিমের ক্রিকেটে মুগ্ধ। কিন্তু জানলে অবাক হবেন শানিয়েরা জানতেন না আক্রম কী করেন।