
লিওনেল মেসি (Lionel Messi) ও সের্গিও ব়্যামোসের (Sergio Ramos) পিএসজি (PSG) থেকে বিদায়ের মঞ্চ ছিল প্রস্তুত। জয় দিয়ে প্যারিস ছাড়তে পারলেও লিও মেসি নিজে এবং তাঁর অনুরাগীরা খুশি হতেন। (ছবি-পিএসজি টুইটার)

লিগ ওয়ানের শেষ ম্যাচে ঘরের মাঠে ক্লেরমন্তের বিরুদ্ধে নেমেছিল পিএসজি। কিন্তু প্যারিসের ক্লাবের হয়ে লিওনেল মেসি শেষ ম্যাচে জিততে পারলেন না। (ছবি-টুইটার)

শনিবার গভীর রাতে লিগ ওয়ানের শেষ ম্যাচে ক্লেরমন্তের কাছে ৩-২ ব্যবধানে পিএসজি হারালেও ফরাসি লিগ জিতেছে মেসির দল। (ছবি-পিএসজি টুইটার)

২-০ লিড নিয়েও শেষ অবধি ঘরের মাঠে ২-৩ গোলে হারতে হল পিএসজিকে। ম্যাচের শেষে বিশেষ স্মারক দিয়ে লিও মেসি এবং সের্গিও ব়্যামোসকে ফেয়ালওয়েল জানিয়েছে পিএসজি। (ছবি-পিএসজি টুইটার)

পিএসজির হয়ে শেষ ম্যাচে কোনও গোল করতে পারেননি লিওনেল মেসি। ২০২১ সাল থেকে পিএসজির হয়ে মোট ৫৮টি ম্যাচে খেলেছেন। তাতে মেসি করেছেন ২২টি গোল। (ছবি-পিএসজি টুইটার)

লিওনেল মেসি পিএসজির বিদায়ী ম্যাচে গোল না পেলেও, প্যারিসের ক্লাবে শেষ ম্যাচে গোল করেছেন সের্গিও ব়্যামোস। ম্যাচের ১৬ মিনিটের মাথায় তাঁর গোলে এগিয়ে যায় পিএসজি। (ছবি-পিএসজি টুইটার)

প্রসঙ্গত, এ বারের লিগে সবচেয়ে বেশি ১৬টি অ্যাসিস্ট ছিল লিও মেসির। শেষ ম্যাচে এই সংখ্যা তাঁর কাছে বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু মেসি পারেননি। পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলার পর তিন সন্তানকে নিয়ে মাঠে আবেগী মেসিকে দেখা গিয়েছিল। (ছবি-টুইটার)

মেসির মতো সের্গিও ব়্যামোসকেও দেখা গিয়েছিল পিএসজির হয়ে শেষ ম্যাচে খেলার পর মাঠের মধ্যে চার সন্তানকে নিয়ে পোজ় দিয়ে ছবি তুলতে। (ছবি-টুইটার)