R Praggnanandhaa : দাবা বিশ্বকাপের রুপো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রজ্ঞানন্দর
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 01, 2023 | 3:25 PM
১৮ বছর বয়সেই দাবা বিশ্বকাপে রুপোর পদক। FIDE চেস ওয়ার্ল্ড কাপে আর প্রজ্ঞানন্দের সাফল্য চমকে দিয়েছে বিশ্বকে। গর্বে বুক চওড়া দেশবাসীর। দেশে ফেরার পর থেকে একের পর এক সংবর্ধনায় ভেসে গিয়েছেন প্রজ্ঞানন্দ।
1 / 8
প্রজ্ঞানন্দ দেশে ফিরেছেন গত বুধবার। চেন্নাই বিমানবন্দরে তাঁকে দারুণভাবে স্বাগত জানানো হয়। শেষ বার দাবাড়ুদের মধ্যে বিশ্বনাথন আনন্দের জন্য এমন ভিড় দেখেছিল চেন্নাই। ১৮ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দের সাফল্য সাধারণ মানুষকে টেনে এনেছিল বিমানবন্দরে। (ছবি: টুইটার)
2 / 8
দেশে ফেরার পর ক্রীড়ামন্ত্রকের তরফে প্রজ্ঞানন্দকে সংবর্ধনা দেওয়া হয়। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর দেশের দাবার সেরা সম্ভাবনাকে উত্তরীয় পরিয়ে, মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান। (ছবি: টুইটার)
3 / 8
ক্রীড়ামন্ত্রকের পাশাপাশি প্রজ্ঞানন্দ আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের। বৃহস্পতিবার বাবা ও মাকে সঙ্গে নিয়ে গ্র্যান্ডমাস্টার পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবনে। (ছবি: টুইটার)
4 / 8
ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীকে দাবা বিশ্বকাপের রুপো পদক দেখান প্রজ্ঞানন্দ। ছবিগুলি প্রজ্ঞানন্দের পেজ থেকে শেয়ার করা হয়েছে। (ছবি: টুইটার)
5 / 8
দেশের দাবা সেনসেশনের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। প্রজ্ঞা সেইসব ছবি শেয়ার করে লিখেছেন, "প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে খুব সম্মানিতবোধ করছি। আমাকে এবং আমার বাবা-মাকে বলা কথাগুলোর জন্য ধন্যবাদ।" (ছবি: টুইটার)
6 / 8
প্রজ্ঞানন্দের পোস্ট প্রধানমন্ত্রীর এক্স পেজ থেকে শেয়ার করে লেখা হয়েছে, "সন্ধ্যা সাতটার সময় একজন বিশেষ অতিথি এসেছিলেন। তুমি ও তোমার পরিবারের সঙ্গে দেখা করে ভালো লেগেছে। তোমার অধ্যবসায়, ব্যক্তিত্ব উদাহরণ দেওয়ার মতো। তুমি দেখিয়েছ, কীভাবে দেশের তরুণরা যে কোনও মঞ্চে সাফল্য পেতে পারে। তোমার জন্য গর্বিত!" (ছবি: টুইটার)
7 / 8
দাবা বিশ্বকাপে প্রজ্ঞানন্দের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তাঁর মা নাগালক্ষ্মী। বোন বৈশালীর সঙ্গে চেন্নাইয়ের বাড়ি থেকে প্রজ্ঞার সাফল্য কামনা করেছেন তাঁর বাব রমেশবাবু। প্রধানমন্ত্রীর তরফে তাঁরাও আমন্ত্রণ পেয়েছিলেন। (ছবি: টুইটার)
8 / 8
ছেলেকে বিশ্বসেরা দাবাড়ু তৈরি করতে কতটা পরিশ্রম করেছে তা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন নাগালক্ষ্মী। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ঘোষণা করেছেন, প্রজ্ঞানন্দ নয়, নাগালক্ষ্মী ও রমেশবাবুর হাতে তুলে দেবেন XUV400 EV গাড়ির চাবি। এতে অভিভাবকরা খেলাধুলোয় ছেলেমেয়েদের অংশ নিতে উৎসাহবোধ করবেন। (ছবি: টুইটার)