Ravichandran Ashwin: পাওয়ার হিটার হতে ব্যাট-বল ছেড়ে বেসবলে অশ্বিন!
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 02, 2023 | 8:30 AM
Ravichandran Ashwin Batting: ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন দেশের হয়ে ৯৪টি টেস্টে, ১১৬টি ওডিআই এবং ৬৫টি টি-টোয়েন্টিতে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের নামে রয়েছে ৭১৭টি উইকেট। তাঁর শুধু বোলিং পরিসংখ্যানই নজরকাড়া নয়, ব্যাটিংয়েও তিনি পারদর্শী। রয়েছে ৫টি টেস্ট সেঞ্চুরিও। কিন্তু ব্যাটিংয়ে আরও ভালো করে হাত পাকাতে ব্যাট-বল ছেড়ে বেসবলের সাহায্য নিয়েছেন অশ্বিন। এ কথা জানিয়েছেন নিজেই।
1 / 8
একদিকে টিম ইন্ডিয়া দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে (Test Cricket) ফিরছে। একইসঙ্গে ভারতের টেস্ট টিমে ফিরছেন সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
2 / 8
দেশের হয়ে এখনও অবধি ৯৪টি টেস্টে খেলেছেন। তাতে নিয়েছেন ৪৮৯টি উইকেট। অশ্বিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পারদর্শী। বিশেষ করে টেস্টে। একাধিক ম্যাচে তিনি লড়াকু ইনিংস উপহার দিয়েছেন।
3 / 8
সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে দেশের হয়ে ৫টি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে অশ্বিনের ব্যাটে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, তিনি ব্যাটিংয়ে আরও ভালো করে হাত পাকাতে ব্যাট-বল ছেড়ে বেসবলের সাহায্য নিয়েছেন অশ্বিন।
4 / 8
রবিচন্দ্রন অশ্বিন জানান, ব্যাট হাতে দলের হয়ে অবদান রাখতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বেসবল অনুশীলনও করেছেন। যা তাঁর কাজেও লেগেছে।
5 / 8
আসলে বেসবলে যেহেতু বল দ্রুত আসে, তাই খুবই অল্প সময়ের মধ্যে খেলতে হয়। তাতে ব্যাটিংয়ের ক্ষেত্রেও টাইমিং ভালো করার কাজে লাগে। বিশেষ করে পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে।
6 / 8
টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের সেরা বোলিং ফিগার ৭/৫৯। আর ব্যাটিংয়ে তাঁর সর্বাধিক রান ১২৪। টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিংয়ের কথা আসলেই মনে পড়ে বেশ কয়েকটি ইনিংস। তাতে রয়েছে সিডনিতে তাঁর লড়াকু ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচ অশ্বিন, হনুমা বিহারি ও চেতেশ্বর পূজারার সুবাদে ড্র হয়েছিল।
7 / 8
দেশের হয়ে একাধিক ম্যাচে ব্যাটিং করে যেমন রবিচন্দ্রন অশ্বিন নজর কেড়েছেন, তেমনই আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে বিভিন্ন ম্যাচে ব্যাটিং করতে দেখা গিয়েছে অশ্বিনকে।
8 / 8
টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি জানিয়েছিলেন, বিশ্বকাপ ফাইনালে তিনি খেলার আশা করেছিলেন। কিন্তু পাশাপাশি তিনি মাঠের বাইরে বসে দলের সকলকে উদ্বুদ্ধ করার জন্য তৈরিও ছিলেন। এ বার দেখার ফের জাতীয় দলে ফিরে তিনি কেমন পারফর্ম করেন।