আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটা রেকর্ড রবীন্দ্র জাডেজার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন।
বর্ডার-গাভাসকর ট্রফিতে সেই অর্থে নজর কাড়তে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে তাঁর পারফরম্যান্স ভরসা দিল ভারতীয় টিমকে।
ইংল্যান্ড কিংবদন্তি জিমি অ্যান্ডারসনকেও ছাপিয়ে গেলেন জাড্ডু। নাগপুরে প্রথম ওয়ান ডে-তে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং জাডেজার।
নাগপুরে ব্য়াটিং সহায়ক পিচ। ইংল্য়ান্ড ব্য়াটাররা স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন। এর মধ্যে রয়েছেন জাডেজাও। চূড়ান্ত অস্বস্তিতে ফেলেন রুটদের।
প্রথমে ব্যাট করে ইংল্য়ান্ড অলআউট ২৪৮ রানেই। বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা ৯ ওভারে ১টি মেডেন সহ ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ইকোনমি মাত্র ২.৮৮!
এই ম্যাচে তিনটির সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলকে ভারতের এই অলরাউন্ডার। দেশের জার্সিতে ৩২৫ ম্যাচে ৬০০ উইকেট জাডেজার।
ভারত-ইংল্য়ান্ড ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের নিরিখে কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকেও ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। জিমি নিয়েছিলেন ৪০ উইকেট।
নাগপুরে জো রুটের উইকেটে ৪০ পূর্ণ করেন। এরপর জেকব বেথেলকে ফিরিয়ে জিমিকে ছাপিয়ে যান। ভারত-ইংল্য়ান্ড ওয়ান ডে সিরিজে জাডেজার ঝুলিতে ৪২ উইকেট। সব ছবি: PTI/BCCI