RCB, IPL 2023: বিরাট-ডুপ্লেসি জুটি, ঘরের ছেলে শাহবাজ; নাইট-বধের লক্ষ্যে নজরে যাঁরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 06, 2023 | 9:00 AM

আইপিএলে কেকেআর বনাম আরসিবি দ্বৈরথ বেশ উপভোগ্য। কলকাতায় খেলা হলে তো কথাই নেই। বিরাট কোহলি নাকি কলকাতার দল কাকে সমর্থন করবেন ভেবে পান না সমর্থকরা। তবে সকলের একটাই প্রার্থনা, বৃহস্পতিবার সন্ধ্যায় যেন বিরাটময় হয়ে ওঠে ক্রিকেটের নন্দন কানন।

1 / 8
আরসিবি দলের অধিনায়ক এবং অন্যতম ভরসার নাম ফাফ ডুপ্লেসি। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে তাঁকে। ব্যাটে ধারাবাহিকতা বজায় রেখে কেকেআর বোলারদের নাস্তানাবুদ করার পরিকল্পনা করে রেখেছেন আরসিবি ক্যাপ্টেন। (ছবি:টুইটার)

আরসিবি দলের অধিনায়ক এবং অন্যতম ভরসার নাম ফাফ ডুপ্লেসি। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে তাঁকে। ব্যাটে ধারাবাহিকতা বজায় রেখে কেকেআর বোলারদের নাস্তানাবুদ করার পরিকল্পনা করে রেখেছেন আরসিবি ক্যাপ্টেন। (ছবি:টুইটার)

2 / 8
মুম্বইয়ের বিরুদ্ধে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন। ঘরের মাঠে প্রোটিয়া ব্যাটারের চার, ছয়ের বন্যায় ভাসিয়েছিলেন। ইডেনেও কী জ্বলে উঠবে ফাফ-বিরাট জুটি? (ছবি:টুইটার)

মুম্বইয়ের বিরুদ্ধে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন। ঘরের মাঠে প্রোটিয়া ব্যাটারের চার, ছয়ের বন্যায় ভাসিয়েছিলেন। ইডেনেও কী জ্বলে উঠবে ফাফ-বিরাট জুটি? (ছবি:টুইটার)

3 / 8
প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেন দীনেশ কার্তিক। কেকেআরের হয়ে খেলার সুবাদে ইডেনের পরিবেশ তাঁর পরিচিত। (ছবি:টুইটার)

প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেন দীনেশ কার্তিক। কেকেআরের হয়ে খেলার সুবাদে ইডেনের পরিবেশ তাঁর পরিচিত। (ছবি:টুইটার)

4 / 8
সাদা বলে ফরম্যাটে এই মুহূর্তে দেশের অন্য়তম সেরা পেসার। নড়বড়ে কেকেআরের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত সিরাজ। (ছবি:টুইটার)

সাদা বলে ফরম্যাটে এই মুহূর্তে দেশের অন্য়তম সেরা পেসার। নড়বড়ে কেকেআরের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত সিরাজ। (ছবি:টুইটার)

5 / 8
ইডেনের ম্যাচে সিরাজ-রাসেল দ্বৈরথ দেখার মতো হবে। আরসিবির পেস আক্রমণের মাস্টার মাইন্ড গুরুত্বপূর্ণ নাইট ব্যাটারদের দ্রুত সাজঘরে পাঠানোর ছক কষে ফেলেছেন।(ছবি:টুইটার)

ইডেনের ম্যাচে সিরাজ-রাসেল দ্বৈরথ দেখার মতো হবে। আরসিবির পেস আক্রমণের মাস্টার মাইন্ড গুরুত্বপূর্ণ নাইট ব্যাটারদের দ্রুত সাজঘরে পাঠানোর ছক কষে ফেলেছেন।(ছবি:টুইটার)

6 / 8
শাহবাজ আহমেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। ক্লাব ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটে হামেসাই খেলে থাকেন। কয়েক সপ্তাহ আগে এখানে রঞ্জি ট্রফির ফাইনালও খেলেছেন শাহবাজ। ফলে ইডেন সম্পর্কে কেকেআরের অনেক প্লেয়ারের চেয়ে বেশি জানেন শাহবাজ। ইডেনে আরসিবির ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার হয়ে উঠতে পারেন শাহবাজ। (ছবি:টুইটার)

শাহবাজ আহমেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। ক্লাব ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটে হামেসাই খেলে থাকেন। কয়েক সপ্তাহ আগে এখানে রঞ্জি ট্রফির ফাইনালও খেলেছেন শাহবাজ। ফলে ইডেন সম্পর্কে কেকেআরের অনেক প্লেয়ারের চেয়ে বেশি জানেন শাহবাজ। ইডেনে আরসিবির ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার হয়ে উঠতে পারেন শাহবাজ। (ছবি:টুইটার)

7 / 8
অনুরাগীদের মনে পড়ছে ইডেন গার্ডেন্সে কোহলির শেষ ইনিংসের কথা। ২০১৯ সালের সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট। এ বারের আইপিএলের শুরুটাও কোহলির ভালো হয়েছে। (ছবি:টুইটার)

অনুরাগীদের মনে পড়ছে ইডেন গার্ডেন্সে কোহলির শেষ ইনিংসের কথা। ২০১৯ সালের সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট। এ বারের আইপিএলের শুরুটাও কোহলির ভালো হয়েছে। (ছবি:টুইটার)

8 / 8
ইডেন গার্ডেন্স কোহলির জন্য বরাবরই পয়া। দুর্দান্ত ফর্মে থাকা বিরাটের ব্যাটে রানের বর্ষা দেখতে উৎসুক কলকাতা।(ছবি:টুইটার)

ইডেন গার্ডেন্স কোহলির জন্য বরাবরই পয়া। দুর্দান্ত ফর্মে থাকা বিরাটের ব্যাটে রানের বর্ষা দেখতে উৎসুক কলকাতা।(ছবি:টুইটার)

Next Photo Gallery