আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে সদ্য পাঁচ নম্বর ট্রফি জিতেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। এরপরই প্রশ্ন ওঠে, ধোনি কি পরের আইপিএলে খেলবেন? (ছবি: টুইটার)
চেন্নাই অধিনায়ক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে জানিয়েছেন, এখনও ৮-৯ মাস সময় রয়েছে, তারপরই সিদ্ধান্ত নেবেন। আজকের এই গল্প ধোনির জার্সি নম্বর নিয়ে। মাহি খেলেন ৭ নম্বর জার্সি পরে, এই তথ্য সকলেরই জানা। (ছবি: টুইটার)
অনেকের মধ্যেই প্রশ্ন উঠতে পারে, ধোনির এই ৭ নম্বর জার্সিই কেন পছন্দ? ভারতীয় দলে খেলার সময়ও ৭ নম্বর জার্সি ব্যবহার করতেন, তেমনই আইপিএলেও। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহি। এ বারও আইপিএলে ৭ নম্বর জার্সির দাপট দেখা গিয়েছে। (ছবি: টুইটার)
মহেন্দ্র সিং ধোনি এশিয়ার একমাত্র অধিনায়ক যিনি আইসিসির তিনটি ট্রফিই জিতেছেন। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন ভারত। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি টুর্নামেন্টে ২০১৩ সাল থেকেই ট্রফি খরা চলছে ভারতের। (ছবি: টুইটার)
ধোনির সাত নম্বর জার্সির নেপথ্যে কোনও কুসংস্কার নয়। তাঁর জন্ম ১৯৮১ সালের ৭ জুলাই। বছরের সপ্তম মাস, সপ্তম দিন। সেই থেকে ৭ নম্বর জার্সি। (ছবি: টুইটার)
সাতের সঙ্গে তাঁর আরও একটা সম্পর্ক রয়েছে। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্ব আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। অভিষেক ম্যাচে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন মাহি। রানের খাতাই খুলতে পারেননি। (ছবি: টুইটার)
শুরু দেখে সবসময় যে শেষটা বিচার করতে নেই, মহেন্দ্র সিং ধোনি তার অন্যতম উদাহরণ। তাঁর নেতৃত্বে তিনটি আইসিসি ট্রফি জেতে ভারত। পরিসংখ্যানের দিক থেকে ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। (ছবি: টুইটার)