নাহ, দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার উপরোক্ত একজনও নন। বরং মোট সম্পত্তির ভিত্তিতে সচিন, ধোনিদের দশ গোল দিতে পারেন এই প্রাক্তন ক্রিকেটার। যাঁর সম্পত্তির পরিমাণ ২০ হাজার কোটি টাকা! কে তিনি? (ছবি : ইনস্টাগ্রাম)
ধোনি-কোহলিদের মতো এত জনপ্রিয় নন। তাঁর নামও হয়তো অনেকে শোনেননি। দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হলেন সমরজিৎ সিং গায়কোয়াড়। (ছবি : ইনস্টাগ্রাম)
সমরজিৎ সিং জাতীয় দলের হয়ে খেলেননি। একসময়ের বরোদার হয়ে খেলা এই প্রথম শ্রেণির ক্রিকেটার শুধু ভারতই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের মধ্যে একজন। (ছবি : ইনস্টাগ্রাম)
পুরো নাম সমরজিৎ সিং রঞ্জিতসিং গায়কোয়াড়। ১৯৬৭ সালের ২৫ এপ্রিল বরোদার রাজপরিবারে জন্ম হয় সমরজিতের। প্রতাপসিং গায়কোয়াড় ও শুভাঙ্গিনীরাজের একমাত্র সন্তান। দুন স্কুলে পড়াশোনা এবং সেখানেই স্কুল ক্রিকেটে খেলা শুরু করেন তিনি। শুধু ক্রিকেটই নয় সমরজিৎ সিং গায়কোয়াড় ছিলেন স্কুলের ফুটবল টিমেরও ক্যাপ্টেন। (ছবি : ইনস্টাগ্রাম)
১৯৮৭ থেকে ৮৮ এবং ১৯৮৮-৮৯ সালের মধ্যে রঞ্জি ট্রফিতে খেলেছেন সমরজিৎ সিং। ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তাঁর স্কোর ১১৬। সর্বোচ্চ রান ৬৫। বর্তমানে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সমরজিৎ। (ছবি : ইনস্টাগ্রাম)
২০১২ সালের মে মাসে প্রতাপসিং গায়কোয়াড়ের মৃত্যুর পর সেবছরের জুন মাসে বরোদার লক্ষ্মী বিলাস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজমুকুট পরিয়ে দেওয়া হয় সমরজিৎ সিংকে। (ছবি : ইনস্টাগ্রাম)
বরোদার মোতি বাগ স্টেডিয়াম এবং মহারাজা ফতেহ সিং সংগ্রহালয়-সহ প্যালেসের কাছে ৬০০ একরের বেশি জমিজায়গার মালিক তিনি। সোনা, রুপো ও হিরের শাহী গয়নার বিপুল সম্ভার। রয়েছে রাজা রবি বর্মার বেশ কয়েকটা পেন্টিং। এছাড়া গুজরাট ও বেনারসে ১৭টি মন্দিরের ট্রাস্টি তিনি। (ছবি : ইনস্টাগ্রাম)
২০০২ সালে সমরজিৎ সিংয়ের সঙ্গে বিয়ে হয় রাধিকারাজের। রাধিকা বিকানেরের রাজ পরিবারের মেয়ে। দম্পতির দুটি মেয়ে রয়েছে। (ছবি : ইনস্টাগ্রাম)