Rishabh Pant: নতুন বছরে নয়া সফরের শুভারম্ভ ঋষভ পন্থের দিদি সাক্ষীর

Jan 07, 2024 | 11:21 AM

Sakshi Pant: নতুন বছরের শুরুতে জীবনের নয়া সফরের শুভারম্ভ করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) দিদি সাক্ষী পন্থ। ইন্সটাগ্রামে ঋষভ পন্থ তাঁর দিদির এনগেজমেন্টের (Engagement) বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ঋষভ পন্থের থেকে বছর দু'য়েকের বড় তাঁর দিদি সাক্ষী সিং। গ্ল্যামারাস সাক্ষী তাঁর দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে বাগদান সেরে নিলেন।

1 / 8
 নতুন পথচলা শুরু করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) দিদি সাক্ষী পন্থ (Sakshi Pant)। ৫ জানুয়ারি সাক্ষী পন্থের এনগেজমেন্ট হয়েছে। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)

নতুন পথচলা শুরু করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) দিদি সাক্ষী পন্থ (Sakshi Pant)। ৫ জানুয়ারি সাক্ষী পন্থের এনগেজমেন্ট হয়েছে। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)

2 / 8
ঋষভ পন্থ তাঁর ইন্সটাগ্রামে সাক্ষী পন্থের এনগেজমেন্টের ছবি শেয়ার করেছেন। দীর্ঘদিনের বন্ধু অঙ্কিত চৌধুরীর সঙ্গে বাগদান করলেন সাক্ষী পন্থ। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)

ঋষভ পন্থ তাঁর ইন্সটাগ্রামে সাক্ষী পন্থের এনগেজমেন্টের ছবি শেয়ার করেছেন। দীর্ঘদিনের বন্ধু অঙ্কিত চৌধুরীর সঙ্গে বাগদান করলেন সাক্ষী পন্থ। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)

3 / 8
ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের দিদি সাক্ষী পন্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যাটাও নেহাতই কম নয়। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)

ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের দিদি সাক্ষী পন্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যাটাও নেহাতই কম নয়। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)

4 / 8
দীর্ঘদিন পর ঋষভ পন্থের বাড়িতে খুশির হাওয়া। দিদির এনগেজমেন্টে হাসিমুখে ঋষভ পন্থকে তাঁর মায়ের সঙ্গে দেখা গিয়েছে। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)

দীর্ঘদিন পর ঋষভ পন্থের বাড়িতে খুশির হাওয়া। দিদির এনগেজমেন্টে হাসিমুখে ঋষভ পন্থকে তাঁর মায়ের সঙ্গে দেখা গিয়েছে। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)

5 / 8
দীর্ঘ ৯ বছর একসঙ্গে ডেট করার পর অঙ্কিত চৌধুরীর সঙ্গে এনগেজমেন্ট করলেন ঋষভ পন্থের বড় দিদি সাক্ষী পন্থ। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)

দীর্ঘ ৯ বছর একসঙ্গে ডেট করার পর অঙ্কিত চৌধুরীর সঙ্গে এনগেজমেন্ট করলেন ঋষভ পন্থের বড় দিদি সাক্ষী পন্থ। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)

6 / 8
উত্তরাখণ্ডের রুরকির গ্যাব্রিয়েল অ্যাকাডেমিতে পড়াশুনা করেছেন তিনি। সাক্ষী দেরাদুনের গ্রাফিক্স এরা ডিমড ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)

উত্তরাখণ্ডের রুরকির গ্যাব্রিয়েল অ্যাকাডেমিতে পড়াশুনা করেছেন তিনি। সাক্ষী দেরাদুনের গ্রাফিক্স এরা ডিমড ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)

7 / 8
স্নাতকের পড়াশুনা শেষ করার পর এমবিএ পড়েছেন সাক্ষী সিং। তারপর ঋষভের দিদি সাক্ষী ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)

স্নাতকের পড়াশুনা শেষ করার পর এমবিএ পড়েছেন সাক্ষী সিং। তারপর ঋষভের দিদি সাক্ষী ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)

8 / 8
ঋষভ পন্থের দিদি সাক্ষী পন্থের এনগেজমেন্টে হাজির ছিলেন তাঁদের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)

ঋষভ পন্থের দিদি সাক্ষী পন্থের এনগেজমেন্টে হাজির ছিলেন তাঁদের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)

Next Photo Gallery