নতুন পথচলা শুরু করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) দিদি সাক্ষী পন্থ (Sakshi Pant)। ৫ জানুয়ারি সাক্ষী পন্থের এনগেজমেন্ট হয়েছে। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)
ঋষভ পন্থ তাঁর ইন্সটাগ্রামে সাক্ষী পন্থের এনগেজমেন্টের ছবি শেয়ার করেছেন। দীর্ঘদিনের বন্ধু অঙ্কিত চৌধুরীর সঙ্গে বাগদান করলেন সাক্ষী পন্থ। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)
ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের দিদি সাক্ষী পন্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যাটাও নেহাতই কম নয়। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)
দীর্ঘদিন পর ঋষভ পন্থের বাড়িতে খুশির হাওয়া। দিদির এনগেজমেন্টে হাসিমুখে ঋষভ পন্থকে তাঁর মায়ের সঙ্গে দেখা গিয়েছে। (ছবি- ঋষভ পন্থ ইন্সটাগ্রাম)
দীর্ঘ ৯ বছর একসঙ্গে ডেট করার পর অঙ্কিত চৌধুরীর সঙ্গে এনগেজমেন্ট করলেন ঋষভ পন্থের বড় দিদি সাক্ষী পন্থ। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)
উত্তরাখণ্ডের রুরকির গ্যাব্রিয়েল অ্যাকাডেমিতে পড়াশুনা করেছেন তিনি। সাক্ষী দেরাদুনের গ্রাফিক্স এরা ডিমড ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)
স্নাতকের পড়াশুনা শেষ করার পর এমবিএ পড়েছেন সাক্ষী সিং। তারপর ঋষভের দিদি সাক্ষী ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)
ঋষভ পন্থের দিদি সাক্ষী পন্থের এনগেজমেন্টে হাজির ছিলেন তাঁদের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা। (ছবি- সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)