চলতি বছরের পদ্মশ্রী পুরস্কার (Padma Shri Award) প্রাপকের নাম ঘোষণা হয়েছে। এ বছর দেশের ৭জন ক্রীড়াবিদ পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। এক ঝলকে দেখে নিন এই তালিকায় রয়েছেন কারা...
রোহন বোপান্না - সম্প্রতি বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস তারকা হয়েছেন রোহন বোপান্না। এ বার তিনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন।
জোৎস্না চিনাপ্পা - ভারতের সিনিয়র স্কোয়াশ প্লেয়ার জোৎস্না চিনাপ্পাও পাবেন এ বার পদ্মশ্রী পুরস্কার। হানঝাউ এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলসে এবং ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন।
পূর্ণিমা মাহাতো - দীর্ঘ সময় ভারতীয় জাতীয় আর্চারি দলের কোচ ছিলেন পূর্ণিমা মাহাতো। তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন অতীতে। এ বার পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন। তিনি প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন, ১৯৯৪ সালে কোচিংয়ের সঙ্গে যুক্ত হন।
উদয় বিশ্বনাথ দেশপান্ডে - সিনিয়র মল্লখম্ব কোচ উদয় বিশ্বনাথ দেশপান্ডে এ বার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন।
গৌরব খান্না - ভারতের প্যারা ব্যাডমিন্টন কোচ গৌরব খান্না এ বছর পেতে চলেছেন পদ্মশ্রী সম্মান।
সত্যেন্দ্র সিং লোহিয়া - দেশের প্যারা সাঁতারু সত্যেন্দ্র সিং লোহিয়া এ বছর পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। ২০১৮ সালে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন।
হরবিন্দর সিং - ৮০ বছর বয়সী দেশের প্রাক্তন হকি প্লেয়ার এবং কোচ হরবিন্দর সিং এ বছর পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার।