Rohit Sharma: CSK-র কাছে MI-এর হারের দিন অনাকাঙ্খিত রেকর্ডে নাম রোহিত শর্মার

Mar 24, 2025 | 2:31 PM

MI, IPL 2025: চিপকে রবিবার রাতে আইপিএলের এল ক্লাসিকোয় মুখোমুখি হয়েছিল ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস এবং সূর্যকুমার যাদবের মুম্বই ইন্ডিয়ান্স। ৪ উইকেটে এই ম্যাচ জিতেছে ইয়েলোব্রিগেড। এমন দিনে এক অনাকাঙ্খিত রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন রোহিত শর্মা।

1 / 8
জয় দিয়ে এ বারের আইপিএলটা শুরু করা হল না মুম্বই ইন্ডিয়ান্সের। চেন্নাই সুপার কিংস মুম্বইকে ৪ উইকেটে এই ম্যাচে হারিয়েছে। এমন দিনে এক অনাকাঙ্খিত রেকর্ডে নাম লিখিয়েছেন রোহিত শর্মা।

জয় দিয়ে এ বারের আইপিএলটা শুরু করা হল না মুম্বই ইন্ডিয়ান্সের। চেন্নাই সুপার কিংস মুম্বইকে ৪ উইকেটে এই ম্যাচে হারিয়েছে। এমন দিনে এক অনাকাঙ্খিত রেকর্ডে নাম লিখিয়েছেন রোহিত শর্মা।

2 / 8
চিপকে ৪ বল খেলেছিলেন রোহিত শর্মা। কিন্তু রানের খাতা খুলতে পারেননি। শুরুতেই খলিল আহমেদ তুলে নেন রোহিতের উইকেট।

চিপকে ৪ বল খেলেছিলেন রোহিত শর্মা। কিন্তু রানের খাতা খুলতে পারেননি। শুরুতেই খলিল আহমেদ তুলে নেন রোহিতের উইকেট।

3 / 8
এই নিয়ে আইপিএল কেরিয়ারে ১৮ বার শূন্যে আউট হলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাতেই এক অনাকাঙ্খিত রেকর্ড নিজের নামে করে ফেলেছেন।

এই নিয়ে আইপিএল কেরিয়ারে ১৮ বার শূন্যে আউট হলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাতেই এক অনাকাঙ্খিত রেকর্ড নিজের নামে করে ফেলেছেন।

4 / 8
সদ্য ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা। এরপর নেমেছেন আইপিএলে। জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। ফলে শুধু আপাতত আইপিএলের মঞ্চে টি-২০ ফর্ম্যাটে দেখা যাচ্ছে রোহিতকে।

সদ্য ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা। এরপর নেমেছেন আইপিএলে। জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। ফলে শুধু আপাতত আইপিএলের মঞ্চে টি-২০ ফর্ম্যাটে দেখা যাচ্ছে রোহিতকে।

5 / 8
রোহিতের আগে আইপিএলের মঞ্চে ১৮ বার শূন্যে আউট হওয়ার নজির রয়েছে আরও দুই ক্রিকেটারের। তাঁদের মধ্যে একজন দীনেশ কার্তিক।

রোহিতের আগে আইপিএলের মঞ্চে ১৮ বার শূন্যে আউট হওয়ার নজির রয়েছে আরও দুই ক্রিকেটারের। তাঁদের মধ্যে একজন দীনেশ কার্তিক।

6 / 8
ভারতীয় তারকা দীনেশ কার্তিকের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলও অতীতে ১৮ বার আইপিএলে শূন্যে আউট হয়েছিলেন।

ভারতীয় তারকা দীনেশ কার্তিকের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলও অতীতে ১৮ বার আইপিএলে শূন্যে আউট হয়েছিলেন।

7 / 8
 এই তালিকায় ম্যাক্সি, ডিকে ও রোহিত ছাড়া রয়েছেন পীয়ুষ চাওলা। তিনি ১৬ বার আইপিএলে শূন্যে আউট হয়েছেন।

এই তালিকায় ম্যাক্সি, ডিকে ও রোহিত ছাড়া রয়েছেন পীয়ুষ চাওলা। তিনি ১৬ বার আইপিএলে শূন্যে আউট হয়েছেন।

8 / 8
কেকেআরের তারকা সুনীল নারিন আইপিএলে ১৬টি ম্যাচে শূন্যে আউট হয়েছেন।

কেকেআরের তারকা সুনীল নারিন আইপিএলে ১৬টি ম্যাচে শূন্যে আউট হয়েছেন।