Rohit Sharma’s Birthday: মন ভালো করা ছবি, রোহিতের জন্মদিনে পেট ভরে খেল অনাথ শিশুরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 01, 2023 | 6:45 AM

রোহিত শর্মার জন্মদিনে মন কেড়ে নেওয়া ছবির দেখা মিলল সোশ্যাল মিডিয়ায়। মাটিতে বসে কয়েকজন শিশু, সামনের থালায় রাখা লোভনীয় খাবারের প্যাকেট। যার উপর সাঁটানো রোহিত শর্মার ছবি।

1 / 8
জাতীয় দল ও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মার ৩৬তম জন্মদিন পালিত হল ৩০ এপ্রিল। সারাদিনের শুভেচ্ছা ও ভালোবাসার পর রবিবার সন্ধ্যায় আইপিএলের ম্যাচ খেলতে নেমেছিলেন হিটম্যান। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। (ছবি:টুইটার)

জাতীয় দল ও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মার ৩৬তম জন্মদিন পালিত হল ৩০ এপ্রিল। সারাদিনের শুভেচ্ছা ও ভালোবাসার পর রবিবার সন্ধ্যায় আইপিএলের ম্যাচ খেলতে নেমেছিলেন হিটম্যান। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। (ছবি:টুইটার)

2 / 8
আইপিএলের সহস্রতম ম্যাচ জিতে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। জন্মদিনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারে। (ছবি:টুইটার)

আইপিএলের সহস্রতম ম্যাচ জিতে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। জন্মদিনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারে। (ছবি:টুইটার)

3 / 8
একদিকে ৩৬তম জন্মদিনটা যখন ব্যস্ততার মধ্যে কাটালেন রোহিত তখন কর্নাটকে তাঁরই জন্মদিন উপলক্ষে সুস্বাদু খাবারে পেট ভরল অনাথ শিশুদের। (ছবি:টুইটার)

একদিকে ৩৬তম জন্মদিনটা যখন ব্যস্ততার মধ্যে কাটালেন রোহিত তখন কর্নাটকে তাঁরই জন্মদিন উপলক্ষে সুস্বাদু খাবারে পেট ভরল অনাথ শিশুদের। (ছবি:টুইটার)

4 / 8
রোহিতের জন্মদিন উপলক্ষে কর্নাটকের রোহিত শর্মার ফ্যান অ্যাসোসিয়েশন থেকে অনাথ শিশুদের খাবার, মিষ্টি ও পড়াশোনার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।(ছবি:টুইটার)

রোহিতের জন্মদিন উপলক্ষে কর্নাটকের রোহিত শর্মার ফ্যান অ্যাসোসিয়েশন থেকে অনাথ শিশুদের খাবার, মিষ্টি ও পড়াশোনার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।(ছবি:টুইটার)

5 / 8
কর্নাটকের উদুপির শ্রী কৃষ্ণ বালানিকেতনা অনাথ আশ্রমে গিয়ে খাবার ও স্টাডি মেটেরিয়াল বিতরণ করা হয়ে রোহিতের ফ্যান ক্লাবের পক্ষ থেকে। (ছবি:টুইটার)

কর্নাটকের উদুপির শ্রী কৃষ্ণ বালানিকেতনা অনাথ আশ্রমে গিয়ে খাবার ও স্টাডি মেটেরিয়াল বিতরণ করা হয়ে রোহিতের ফ্যান ক্লাবের পক্ষ থেকে। (ছবি:টুইটার)

6 / 8
শুধু তাই নয়। কাটা হয় কেক। রোহিতের নাম লেখা কেক কাটে খুদেরাই। এরপর ভাগ করে দেওয়া হয় সকলের মধ্যে।  (ছবি:টুইটার)

শুধু তাই নয়। কাটা হয় কেক। রোহিতের নাম লেখা কেক কাটে খুদেরাই। এরপর ভাগ করে দেওয়া হয় সকলের মধ্যে। (ছবি:টুইটার)

7 / 8
এমন আয়োজনে শিশুরা বেজায়খুশি। ক্লাবের পক্ষ থেকে টুইটারে একঝাঁক ছবি পোস্ট করা হয়েছে। (ছবি:টুইটার)

এমন আয়োজনে শিশুরা বেজায়খুশি। ক্লাবের পক্ষ থেকে টুইটারে একঝাঁক ছবি পোস্ট করা হয়েছে। (ছবি:টুইটার)

8 / 8
অল কর্নাটক রোহিত শর্মা ফ্যান অ্যাসোসিয়শনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। রোহিত শর্মাকেও পোস্টে ট্যাগ করা হয়েছে। (ছবি:টুইটার)

অল কর্নাটক রোহিত শর্মা ফ্যান অ্যাসোসিয়শনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। রোহিত শর্মাকেও পোস্টে ট্যাগ করা হয়েছে। (ছবি:টুইটার)

Next Photo Gallery