IND vs AUS: চিপকের গ্যালারিতে রোহিত-অশ্বিনদের জন্য গলা ফাটাচ্ছেন ঋতিকা-প্রীতিরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 08, 2023 | 4:15 PM

ICC World Cup: দেশের মাঠে ওডিআই বিশ্বকাপ যাত্রা শুরু করল ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলছে ভারত। রোহিত-অশ্বিনদের এই ম্যাচের জন্য তাতাতে চিপকে পৌঁছে গিয়েছেন ঋতিকা সজদে ও প্রীতি নায়ারণরা। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছেন রোহিতের (Rohit Sharma) স্ত্রী ঋতিকা এবং অশ্বিনের (Ravichandran Ashwin) স্ত্রী প্রীতি।

1 / 8
ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। বাড়তি নজর তাই ভারতের দিকে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছে রোহিত শর্মার ভারত। (ছবি-বিসিসিআই X)

ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। বাড়তি নজর তাই ভারতের দিকে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছে রোহিত শর্মার ভারত। (ছবি-বিসিসিআই X)

2 / 8
চিপকে আজ নীল জার্সিপরা ভারতীয় সমর্থকদের থেকে চোখ সরানো যাচ্ছে না। দলে দলে ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে চিপকে গিয়েছেন। (ছবি-X)

চিপকে আজ নীল জার্সিপরা ভারতীয় সমর্থকদের থেকে চোখ সরানো যাচ্ছে না। দলে দলে ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে চিপকে গিয়েছেন। (ছবি-X)

3 / 8
চেন্নাইয়ের গ্যালারিতে টেলিভিশন ক্যামেরা প্যান হতেই দেখা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেকে। ভারতীয় দল এবং রোহিত শর্মার জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে ঋতিকাকে। সোশ্যাল মিডিয়ায় ঋতিকার বিশ্বকাপ ম্যাচ দেখতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। (ছবি-X)

চেন্নাইয়ের গ্যালারিতে টেলিভিশন ক্যামেরা প্যান হতেই দেখা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেকে। ভারতীয় দল এবং রোহিত শর্মার জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে ঋতিকাকে। সোশ্যাল মিডিয়ায় ঋতিকার বিশ্বকাপ ম্যাচ দেখতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। (ছবি-X)

4 / 8
শেষ মুহূর্তে ওডিআই বিশ্বকাপ টিমে ডাক পাওয়া ভারতীয় সিনিয়র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণকেও দেখা গিয়েছে চিপকে। ভারতের নীল জার্সি পরে প্রীতি ম্যাচ উপভোগ করছেন। অশ্বিনের স্ত্রী প্রীতির সঙ্গে রয়েছে তাঁদের দুই মেয়েও। (ছবি-X)

শেষ মুহূর্তে ওডিআই বিশ্বকাপ টিমে ডাক পাওয়া ভারতীয় সিনিয়র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণকেও দেখা গিয়েছে চিপকে। ভারতের নীল জার্সি পরে প্রীতি ম্যাচ উপভোগ করছেন। অশ্বিনের স্ত্রী প্রীতির সঙ্গে রয়েছে তাঁদের দুই মেয়েও। (ছবি-X)

5 / 8
ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নায়ারণের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় তিনি তাঁদের দুই মেয়ের সঙ্গে মাঠে যাওয়ার আগে ছোট্ট ভিডিয়ো ক্লিপিংস শেয়ার করেছেন। (ছবি-প্রীতি নারায়ণ ইন্সটাগ্রাম)

ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নায়ারণের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় তিনি তাঁদের দুই মেয়ের সঙ্গে মাঠে যাওয়ার আগে ছোট্ট ভিডিয়ো ক্লিপিংস শেয়ার করেছেন। (ছবি-প্রীতি নারায়ণ ইন্সটাগ্রাম)

6 / 8
রবি অশ্বিনের স্ত্রী প্রীতি তাঁর এই ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, 'সেই ২০১১ সাল থেকে জার্সি চুরি করছি।' (ছবি-প্রীতি নারায়ণ ইন্সটাগ্রাম)

রবি অশ্বিনের স্ত্রী প্রীতি তাঁর এই ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, 'সেই ২০১১ সাল থেকে জার্সি চুরি করছি।' (ছবি-প্রীতি নারায়ণ ইন্সটাগ্রাম)

7 / 8
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল। ইনি দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কাগিসো রাবাডার বাবা। আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তিনি মেন ইন ব্লুকে সাপোর্ট করছেন। তাই তিনি রোহিত লেখা জার্সি পরে টিম ইন্ডিয়ার প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। (ছবি-X)

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল। ইনি দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কাগিসো রাবাডার বাবা। আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তিনি মেন ইন ব্লুকে সাপোর্ট করছেন। তাই তিনি রোহিত লেখা জার্সি পরে টিম ইন্ডিয়ার প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। (ছবি-X)

8 / 8
মজার বিষয় হল, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হতে না হতেই মাঠে ঢুকে পড়েন জার্ভো। তিনি ক্রিকেট ফ্যান। ভারতের জার্সিতে ৬৯ নম্বর দেওয়া জার্ভো লেখা ওই ব্যক্তি সটান পৌঁছে যান বিরাট কোহলির কাছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা জার্ভোকে মাঠ থেকে বের করে দেন। কিন্তু ম্যাচের মাঝে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের তিনি মাঠে ঢুকে পড়েন। সেই সময় লোকেশ রাহুল তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। (ছবি-X)

মজার বিষয় হল, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হতে না হতেই মাঠে ঢুকে পড়েন জার্ভো। তিনি ক্রিকেট ফ্যান। ভারতের জার্সিতে ৬৯ নম্বর দেওয়া জার্ভো লেখা ওই ব্যক্তি সটান পৌঁছে যান বিরাট কোহলির কাছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা জার্ভোকে মাঠ থেকে বের করে দেন। কিন্তু ম্যাচের মাঝে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের তিনি মাঠে ঢুকে পড়েন। সেই সময় লোকেশ রাহুল তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। (ছবি-X)

Next Photo Gallery