বিশ্ব ফুটবল দুই শিবিরে বিভক্ত, রোনাল্ডো ও মেসি। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এই দুই মহাতারকারা ভক্তরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
সারাবছরই মেসি এনবং পোর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
তবে রিপোর্ট বলছে, রোনাল্ডো নয় লিওনেল মেসিকেই মাথায় বেশি তুলছে ফুটবলবিশ্ব। (ছবি:সোশ্যাল মিডিয়া)
মেসি-রোনাল্ডোও কি একে অপরকে শত্রুই ভাবেন? খোলসা করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডো। (ছবি:সোশ্যাল মিডিয়া)
তাঁর কথায়, "লড়াইটা শুধু মাঠের ভিতর। আমাদের মধ্যে একটা পারস্পারিক বোঝাপড়া রয়েছে। একে অন্যকে সম্মান করি।"(ছবি:সোশ্যাল মিডিয়া)
এখানেই শেষ নয়, রোনাল্ডো আরও বলেন, "আমরা দুজনেই দুজনের রাস্তায় হাঁটছি। এখানে শত্রুতার কিছু দেখছি না।"(ছবি:সোশ্যাল মিডিয়া)
ফুটবল ভক্তদের জন্যও একটি বার্তা দিয়েছেন সিআরসেভেন। সাফ জানান, মেসির ফ্যানেদের থেকেও যেমন ঘৃণা প্রাপ্য নয়। (ছবি:সোশ্যাল মিডিয়া)
তেমনই তাঁর ভক্তরাও যাতে মেসিকে ভালো ভাবে নেন তিনি তাই চান পোর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি:সোশ্যাল মিডিয়া)