Ruturaj Gaikwad : ‘পিচ থেকে বিয়ের পিঁড়ি’, উৎকর্ষার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু ঋতুরাজের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 04, 2023 | 8:33 AM
Ruturaj Gaikwad-Utkarsha Pawar : সাতপাকে বাঁধা পড়লেন সিএসকের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও মহারাষ্ট্র মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ার। ৩ জুন, অর্থাৎ শনিবার মহাবালেশ্বরের একটি রিসর্টে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ঋতু ও উৎকর্ষা। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
1 / 8
অবশেষে এল সেই দিন। ৩ জুন, শনিবার সিএসকের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও মহারাষ্ট্র মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের (Utkarsha Pawar) চারহাত এক হল। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)
2 / 8
মহাবালেশ্বরের একটি রিসর্টে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ঋতু ও উৎকর্ষা। ভারতীয় ক্রিকেটের নয়া 'পাওয়ার কাপল'-এর বিয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)
3 / 8
বিয়ের পর ইনস্টাগ্রামে জীবনের বিশেষ মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে ঋতুরাজ লেখেন, 'পিচ থেকে বিয়ের পিঁড়ি, আমাদের যাত্রা শুরু হল।' একইসঙ্গে ঋতু ‘#whatamatch’ ও লিখেছিলেন। সঙ্গে ছিল একটি ব্যাট এবং বলের ইমোজি। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)
4 / 8
ইন্সটাগ্রামে ঋতুরাজের বিয়ের ছবি শেয়ার করা ওই পোস্টটিতে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাড়িক্কাল, রশিদ খান, দীপক চাহার, অর্শদীপ সিংরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)
5 / 8
মহারাষ্ট্রের চিরাচরিত প্রথা মেনে বিয়ে করেছেন ঋতুরাজ ও উৎকর্ষা। তাঁরা বিয়েতে টুইনিং পোশাক পরেছিলেন। বিয়ের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন উৎকর্ষা। হালকা ক্রিম রঙের কুর্তা পরেছিলেন ঋতুরাজ। তাঁর পাগড়ি ছিল সবুজ রঙের। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)
6 / 8
ঋতুরাজ ও উৎকর্ষাকে ফটোশুটের সময় সাদা পোশাকে দেখা গিয়েছে। ঋতুরাজ জানিয়েছেন তাঁর পোশাক ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা। আর উৎকর্ষার পোশাক Pallod Creations এর তৈরি। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)
7 / 8
ঋতুরাজ ব্যাটার আর উৎকর্ষা অলরাউন্ডার। তাই এই ভারতীয় ক্রিকেটের নতুন পাওয়ার কাপলকে নিয়ে জোর চর্চা চলছে। (ছবি-ঋতুরাজ গায়কোয়াড় ইন্সটাগ্রাম)
8 / 8
ঋতুরাজ ও উৎকর্ষার বিয়েতে সস্ত্রীক হাজির হয়েছিলেন শিবম দুবে। সোশ্যাল মিডিয়ায় ঋতু ও উৎকর্ষার সঙ্গে ছবি পোস্ট করে শিবম শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। (ছবি-শিবম দুবে ইন্সটাগ্রাম)