Ganesh Chaturthi 2023: বাড়িতে এলেন গণপতি বাপ্পা, পুজোয় মগ্ন সচিন-মায়াঙ্ক-শিখররা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 19, 2023 | 5:54 PM
Indian cricketers celebrating Ganesh Chaturthi: গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মরিয়া... পঞ্জিকা অনুযায়ী, আজ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হল দেশের অন্যতম বড় উত্সব ও হিন্দুদের অন্য়তম মহা উত্সব গণেশ চতুর্থী। আজ থেকে আগামী দশদিন (২৯ সেপ্টেম্বর অবধি) ধরে চলবে গণেশ চতুর্থী। ভারতের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা নিজের বাড়িতে গণেশ চতুর্থী পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর থেকে মায়াঙ্ক আগরওয়াল বাড়িতে গণেশ পুজোর ছবি তুলে ধরেছেন।
1 / 8
আজ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল দেশের অন্যতম বড় উত্সব ও হিন্দুদের অন্য়তম মহা উত্সব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)। আজ থেকে আগামী দশদিন (২৯ সেপ্টেম্বর অবধি) ধরে চলবে গণেশ চতুর্থী। ভারতের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা নিজের বাড়িতে গণেশ চতুর্থী পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি তুলেও ধরেছেন। (ছবি-পিটিআই)
2 / 8
ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) প্রতিবছর তাঁর বাড়িতে গণেশ চতুর্থী পালন করেন। এ বারও তাঁর অন্যথা হল না। বাড়িতে গণেশ পুজোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। (ছবি-সচিন তেন্ডুলকর X)
3 / 8
ইয়ো ইয়ো টেস্টের হিসেব অনুযায়ী বর্তমানে টিম ইন্ডিয়া সবথেকে ফিট ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। সোশ্যাল মিডিয়া সাইট X এ মায়াঙ্ক আগরওয়াল তাঁর স্ত্রী আশিতা সুদের সঙ্গে তাঁদের বাড়ি থেকে গণেশ পুজোর ছবি শেয়ার করেছেন। এবং তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। (ছবি-মায়াঙ্ক আগরওয়াল X)
4 / 8
ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান তাঁর বাড়ির গণেশ পুজোর ছবি শেয়ার করেছেন। এবং ভারতীয় ক্রিকেটের গব্বর সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা বার্তা দিয়েছেন। (ছবি-শিখর ধাওয়ান X)
5 / 8
টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক নিজের বাড়ির ঠাকুর ঘরের ছবি সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে যমজ ছেলেদের সঙ্গে তিনি গণেশ চতুর্থী সেলিব্রেট করছেন। সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন ডিকে। (ছবি-দীনেশ কার্তিক X)
6 / 8
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ নিজের ইন্সটাগ্রামে গণেশ বন্দনার এক ভিডিয়ো শেয়ার করেছেন। বেশ কয়েকটি গণেশ মূর্তি দিয়ে নিজের ভিডিয়োটি সাজিয়েছেন বীরু। (ছবি-বীরেন্দ্র সেওয়াগ ইন্সটাগ্রাম)
7 / 8
সোশ্যাল মিডিয়া সাইট X এ এই দুটি ছবি শেয়ার করে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
8 / 8
ভারতের প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর গণেশ ঠাকুরের এই ছবি সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করেছেন। এবং সকলকে শুভেচ্ছা জানিয়েছেন গৌতি। (ছবি-গৌতম গম্ভীর X)