Sania Mirza: প্রাসাদোপম বাড়ি, গ্যারেজে বহুমূল্য গাড়ি; সানিয়া কত কোটি টাকার মালকিন জানেন?

Jan 25, 2024 | 3:27 PM

Sania Mirza Net Worth: তৃতীয় বিয়ে করে গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে শোয়েব মালিক। পাশাপাশি তাঁর প্রাক্তন স্ত্রী, ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে নিয়েও চলছে চর্চা। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েবের তৃতীয় বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকে সানিয়া মির্জার মোট সম্পত্তির পরিমাণ নিয়েও খোঁজখবর শুরু করেছেন অনেকেই। বিস্তারিত জেনে নিন ছবিতে...

1 / 8
চলতি জানুয়ারির ১৯ তারিখ পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik) এবং সে দেশের অভিনেত্রী সানা জাভেদের (Sana Javed) বিয়ে হয়েছে। (ছবি-শোয়েব মালিক ইন্সটাগ্রাম)

চলতি জানুয়ারির ১৯ তারিখ পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik) এবং সে দেশের অভিনেত্রী সানা জাভেদের (Sana Javed) বিয়ে হয়েছে। (ছবি-শোয়েব মালিক ইন্সটাগ্রাম)

2 / 8
শোয়েব মালিকের তৃতীয় বিয়ের পর থেকে ভারতের টেনিস কুইন সানিয়া মির্জাকে নিয়েও জোর চর্চা চলছে। প্রথমে সকলে খোঁজ নেওয়া শুরু করেছিল, সানিয়াকে ডিভোর্স দিয়ে কি শোয়েব তৃতীয় বিয়ে করেছেন? (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

শোয়েব মালিকের তৃতীয় বিয়ের পর থেকে ভারতের টেনিস কুইন সানিয়া মির্জাকে নিয়েও জোর চর্চা চলছে। প্রথমে সকলে খোঁজ নেওয়া শুরু করেছিল, সানিয়াকে ডিভোর্স দিয়ে কি শোয়েব তৃতীয় বিয়ে করেছেন? (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 8
পরিস্থিতি বুঝে সানিয়া মির্জার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, কয়েক মাস আগে সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছিল। এরপর অনেকেই খোঁজ করতে শুরু করেন, সানিয়ার সম্পত্তি নিয়ে। (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

পরিস্থিতি বুঝে সানিয়া মির্জার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, কয়েক মাস আগে সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছিল। এরপর অনেকেই খোঁজ করতে শুরু করেন, সানিয়ার সম্পত্তি নিয়ে। (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 8
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার মোট সম্পত্তির পরিমাণ ২১৬ কোটি টাকা। রয়েছে হায়দরাবাদে এবং দুবাইতে বাড়ি। (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার মোট সম্পত্তির পরিমাণ ২১৬ কোটি টাকা। রয়েছে হায়দরাবাদে এবং দুবাইতে বাড়ি। (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

5 / 8
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বছরের বেশিরভাগ সময়টা দুবাইতেই কাটান। তাঁর গ্যারাজে শোভা পাচ্ছে একাধিক বহুমূল্য গাড়ি। (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বছরের বেশিরভাগ সময়টা দুবাইতেই কাটান। তাঁর গ্যারাজে শোভা পাচ্ছে একাধিক বহুমূল্য গাড়ি। (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

6 / 8
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সানিয়া মির্জা গাড়ি খুব ভালোবাসেন। যে কারণে তাঁর কার কালেকশনে রয়েছে - রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডব্লিউয়ের মতো দামি গাড়ি। (ছবি-সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সানিয়া মির্জা গাড়ি খুব ভালোবাসেন। যে কারণে তাঁর কার কালেকশনে রয়েছে - রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডব্লিউয়ের মতো দামি গাড়ি। (ছবি-সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)

7 / 8
সানিয়া মির্জা পেশাদার টেনিস থেকে বিদায় নিয়েছেন। তাঁর নিজস্ব একটি টেনিস অ্যাকাডেমি রয়েছে। এ ছাড়া বিভিন্ন বিজ্ঞাপন থেকেও প্রচুর অর্থ উপার্জন করেন তিনি। (ছবি-সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)

সানিয়া মির্জা পেশাদার টেনিস থেকে বিদায় নিয়েছেন। তাঁর নিজস্ব একটি টেনিস অ্যাকাডেমি রয়েছে। এ ছাড়া বিভিন্ন বিজ্ঞাপন থেকেও প্রচুর অর্থ উপার্জন করেন তিনি। (ছবি-সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)

8 / 8
একাধিক রিপোর্ট বলছে সানিয়া মির্জার থেকে শোয়েব মালিকের সম্পত্তির পরিমাণ বেশি। ২২৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটারের। (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

একাধিক রিপোর্ট বলছে সানিয়া মির্জার থেকে শোয়েব মালিকের সম্পত্তির পরিমাণ বেশি। ২২৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটারের। (ছবি-সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়া সাইট X)

Next Photo Gallery