
মহেন্দ্র সিং ধোনি দেশ-বিদেশের বহু ক্রিকেটারদের কাছে আইডল। ভারতের একাধিক উঠতি ক্রিকেটার ধোনিকে অনুপ্রেরণা মানেন। সেই ধোনি ছেলেবেলায় কেমন দেখতে ছিলেন? রইল মাহির ছেলেবেলার কয়েকটি অদেখা ছবি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ছেলেবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত মহেন্দ্র সিং ধোনি। কিন্তু একটা সময় রেলের টিকিট কালেক্টরের কাজ করতে করতে খেলার সময় খুবই কম পেতেন মাহি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

খড়্গপুরে ভারতীয় রেলের টিকিট কালেক্টর থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার পথটা মহেন্দ্র সিং ধোনির জন্য খুব সহজ ছিল না। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এই ছেলেবেলার ছবি দেখলেই বোঝা যায় তিনি বরাবরই কিপিং করতে ভালোবাসতেন। কারণ তাঁর এই পুরনো ছবিতে দেখা যাচ্ছে হাতে রয়েছে কিপিং গ্লাভস। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

চেহারার দিক থেকে কোনওদিনও মোটাসোটা ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। এই ছবি তার অন্যতম প্রমাণ। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

বন্ধুবান্ধবদের সঙ্গে স্কুল থেকেই ক্রিকেট খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আর তাঁর উপরই দায়িত্ব পড়ত উইকেটকিপিং করার। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

উইকেটের পিছনে মাহি ছেলেবেলা থেকেই স্বতঃস্ফূর্ত ছিলেন। ধোনির ব্যাটিং সকলেই যেমন উপভোগ করেন। তেমনই তাঁর উইকেটকিপিং দক্ষতাও বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ছেলেবেলা থেকে ধোনির বড় হওয়ার মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে ঠিকই। কিন্তু বদলায়নি শুধু মাহির হাসি। কৈশোরের ধোনি থেকে বিয়াল্লিশের ধোনি বদলেছে অনেক কিছু, কিন্তু এক রয়েছে তাঁর হাসি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)