ইডেনে ১৬তম আইপিএলে নাইটদের প্রথম হোম ম্যাচ দেখতে এসেছিলেন নাইট মালিক শাহরুখ খান। ভরা ইডেন যেমন সাক্ষী রইল নাইটদের জয়ের, তেমনই গ্যালারি থেকে দলকে জিততে দেখলেন কিং খানও।
বর্তমানে সুহানা খান ফ্যাশন দুনিয়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছে। বর্তমানে একটি জনপ্রিয় ব্র্যান্ডের মুখও সুহানা খান।
নাইটদের অন্যতম মালিক জুহি চাওলাও এসেছিলেন কেকেআরের প্রথম হোম ম্যাচ দেখতে। তাঁর পাশেই ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপকে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
শার্দূল ঠাকুর - ৭ নম্বরে নেমে ২৯ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন শার্দূল ঠাকুর। বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে কার্যত তিনি নাইটদের ব্যাটিং বিভাগের লর্ড হয়ে উঠেছিলেন। ৬৮ রান করার পথে শার্দূল ৯টি চার ও ৩টি ছয় মেরেছেন। পাশাপাশি ২ ওভার বল করে ১টি উইকেটও নিয়েছেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শার্দূল। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
রহমানুল্লা গুরবাজ - নাইটদের হয়ে এ বারের আইপিএলের প্রথম ম্যাচে ২২ রান করেছিলেন আফগান তারকা রহমানুল্লা গুরবাজ। আরসিবির বিরুদ্ধে ইডেনে ৪৪ বলে ৫৭ রানের ইনিংস উপহার দিয়েছেন ওপেনার গুরবাজ। তাঁর ব্যাট থেকে ইডেনের গ্যালারিতে গিয়েছে ৩টি ছয়। ৬টি চারও মেরেছেন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
রিঙ্কু সিং - চার নম্বরে নামা রিঙ্কু সিংও ইডেনে ছন্দে ছিলেন। প্রায় শেষ অবধি খেলা চালিয়ে চান তিনি। ৩৩ বলে ৪৬ রান করেন রিঙ্কু। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
ডেভিড উইলি - নাইটদের বিরুদ্ধে বল হাতে এক মাত্র নজর কেড়েছেন রিস টপলির জায়গায় নামা ডেভিড উইলি। ৪ ওভার বল করে ১টি মেডেনসহ ১৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন উইলি। তাঁর ঝুলিতে গিয়েছে ভেঙ্কটেশ আইয়ার (৩) ও মনদীপ সিংয়ের (০) উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
বরুণ চক্রবর্তী - বল হাতে নাইটদের হয়ে দাপট দেখিয়েছেন বরুণ চক্রবর্তী ৩.৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন বরুণ। আরসিবি অধিনায়ক ফাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল ও আকাশদীপের উইকেট ঝুলিতে ভরেছেন বরুণ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
সুনীল নারিন - আরসিবির বিরুদ্ধে নাইট তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন মাইলস্টোন ম্যাচে নেমেছিলেন। রাসেল তাঁর কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচে গোল্ডন ডাক হলেও, নারিন তাঁক কেরিয়ারের ১৫০তম ম্যাচে ২টি উইকেট পেয়েছেন। ৪ ওভার বল করে ১৬ রান দিয়েছেন নারিন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
সূয়াশ শর্মা - নাইট জার্সিতে আইপিএলে ডেবিউ ম্যাচে নজর কাড়লেন সূয়াশ শর্মা। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে তিনি পেয়েছেন ৩টি উইকেট। বছর ১৯-এর এই মিস্ট্রি স্পিনার আরসিবির উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত ও করণ শর্মার উইকেট পেয়েছেন। উল্লেখ্য, তিনি সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)